যত বাধা মেয়েদের ক্রিকেটেই! পিছিয়ে গেল ঝুলনদের অস্ট্রেলিয়া সফর
ছেলেদের ক্রিকেট দিব্যি চলছে।
নিজস্ব প্রতিবেদন- ছেলেদের ক্রিকেট দিব্যি চলছে। অস্ট্রেলিয়াতে সেই নভেম্বর মাস থেকে রয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই হয়েছে একদিনের সিরিজ ও টি-২০ সিরিজ। এই মুহুর্তে চলছে টেস্ট সিরিজও। তবে সেই অস্ট্রেলিয়াতেই করোনার কারণেই পিছিয়ে দেওয়া হল ঝুলন গোস্বামী, স্মৃতি মান্ধানাদের অজি সফর। প্রশ্ন উঠছে, যেখানে বিনা বাঁধায় রাহানেদের সফর চলছে এমনকি বেশ কিছু স্টেডিয়ামে দর্শক প্রবেশেরও অনুমতি দেওয়া হয়েছে সেখানে মেয়েদের মাত্র ৩টি একদিনের ম্যাচের একটি সিরিজ আয়োজন করা গেল না কেন।
আরও পড়ুন- বুধবার সন্ধ্যায় ইডেনে সৌরভ, বাংলার প্রস্তুতি দেখলেন বোর্ড প্রেসিডেন্ট
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বৃহস্পতিবার টুইট করে জানানো হয় যে জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের একদিনের সিরিজ আগামী মরসুম পর্যন্ত পিছিয়ে দেওয়া হল। তাদের তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে যখনই এই সিরিজ হবে তখন একদিনের সিরিজের সঙ্গে তিনটি টি-২০ ম্যাচও আয়োজন করারও পরিকল্পনা আছে। জি ২৪ ঘন্টার তরফ থেকে ঝুলন গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, বোর্ডের সিদ্ধান্ত। বিসিসিআই আধিকারিকরাই এই বিষয়ে কথা বলতে পারবেন, আমার কিছু বলার নেই।” ২০২০ সালের মার্চে বিশ্বকাপ ফাইনালের পর নীল জার্সি গায়ে মাঠে নামেননি ঝুলনরা।