ক্রিকেট নয়, এবার অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড করল ভারত!

ক্রিকেট নয়! অন্য খেলায়, আরও ভালো করে বললে, অ্যাথলেটিক্সে বিশ্ব রেকর্ড করল ভারত! সৌজন্যে নীরজ চোপড়া। পোল্যান্ডে অনুর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে নজির গড়লেন ভারতের নীরজ চোপড়া। ছিয়াশি দশমিক চার আট মিটার দুরত্ব পর্যন্ত জ্যাভেলিনে ছুঁড়ে সোনা জেতার পাশাপাশি বিশ্বরেকর্ডও গড়লেন তরুণ এই অ্যাথলিট।

Updated By: Jul 24, 2016, 06:02 PM IST
ক্রিকেট নয়, এবার অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড করল ভারত!

ওয়েব ডেস্ক: ক্রিকেট নয়! অন্য খেলায়, আরও ভালো করে বললে, অ্যাথলেটিক্সে বিশ্ব রেকর্ড করল ভারত! সৌজন্যে নীরজ চোপড়া। পোল্যান্ডে অনুর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে নজির গড়লেন ভারতের নীরজ চোপড়া। ছিয়াশি দশমিক চার আট মিটার দুরত্ব পর্যন্ত জ্যাভেলিনে ছুঁড়ে সোনা জেতার পাশাপাশি বিশ্বরেকর্ডও গড়লেন তরুণ এই অ্যাথলিট।

আরও পড়ুন কোন দেশের কোন ব্যাটসম্যান ওয়ার্নের সবথেকে প্রিয়?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই প্রথম কোনও ভারতীয় সোনা জিতলেন। পাশাপাশি প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্সে বিশ্ব রেকর্ড গড়ার নজিরও গড়লেন নীরজ। দুহাজার তিন সালে একমাত্র ভারতের হয়ে অঞ্জু ববি জর্জ সিনিয়রদের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। এবছরই এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন নীরজ।

আরও পড়ুন  মালামাল উইকলির থেকেও বাস্তবের এই লটারির ঘটনা বেশি উত্তেজক

.