গ্রেগ চ্যাপেলের বিস্ফোরক মন্তব্য

ভারতীয় ক্রিকেটর সম্পর্কে আবার বিস্ফোরক মন্তব্য করলেন গ্রেগ চ্যাপেল। টেস্ট ক্রিকেট খেলা ভারতীয়দের পক্ষে কঠিন। তাঁরা শুধু অর্থের জন্য টি-২০ খেলায় মশগুল। সচিন শততম সেঞ্চুরি নিয়ে অতিরিক্ত ব্যস্ত বলে মন্তব্য করেছেন গুরু গ্রেগ।

Updated By: Mar 7, 2012, 11:30 PM IST

ভারতীয় ক্রিকেটর সম্পর্কে আবার বিস্ফোরক মন্তব্য করলেন গ্রেগ চ্যাপেল। টেস্ট ক্রিকেট খেলা ভারতীয়দের পক্ষে কঠিন। তাঁরা শুধু অর্থের জন্য টি-২০ খেলায় মশগুল। সচিন শততম সেঞ্চুরি নিয়ে অতিরিক্ত ব্যস্ত বলে মন্তব্য করেছেন গুরু গ্রেগ।
টেস্ট ক্রিকেট ভারতীয় ক্রিকেটারদের পক্ষে খুবই কঠিন। তারা শুধু টি-২০ খেলে অর্থ উর্পাজনই করতে পারে। এভাবেই তীব্র ভাষায় ভারতীয় ক্রিকেট দলের সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল। অ্যাডিলেডে নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। সমালোচনার জন্য বীরেন্দ্র সেওয়াগকে বিশেষ করে বেছে নিয়েছিলেন চ্যাপেল। তাঁর মতে অধিনায়ক হওয়ার জন্য দলের ক্ষতি করছেন সেওয়াগ।
চ্যাপেলের কটুক্তি থেকে রেহাই পাননি মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকরও। প্রাক্তন এই অস্ট্রেলিয় ক্রিকেটারের দাবি, দলের পরিবর্তে শততম শতরানের তাড়া করার ব্যাপারেই বেশি উত্‍সাহী সচিন। চ্যাপেলের বক্তব্য ভারতীয় ক্রিকেট দলে দায়িত্ব নেওয়া বা নেতৃত্ব দেওয়ার মানসিকতা নেই। এই প্রথম নয়। এর আগে একাধিকবার ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে এই ধরনের কটুক্তি করে বিতর্ক তৈরি করেছেন গ্রেগ চ্যাপেল।

.