কোহলিদের অগ্নিপরীক্ষা শুরু কাল, প্রতিশোধের ঘায়ে মলমের খোঁজে ধোনিরা

বুধবার টেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম আশার আলো দেখাচ্ছে ধোনিদের । কিন্তু ভারতীয় দলকে ভাবাচ্ছে সেই বোলিং লাইন আপ।

Updated By: Jul 8, 2014, 09:13 PM IST

বুধবার টেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম আশার আলো দেখাচ্ছে ধোনিদের । কিন্তু ভারতীয় দলকে ভাবাচ্ছে সেই বোলিং লাইন আপ।

টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্স কিছুটা স্বস্তিতে রেখেছে ধোনিদের। পাশাপাশি রাহুল দ্রাবিড় ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হওয়ায় অনেকটাই উজ্জীবিত কোহলি-পূজারারা। দল এতটাই উজ্জীবিত যে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডের জন্য পাকাপাকিভাবে দ্রাবিড়কে চাইছেন খোদ কোচ ফ্লেচারও। কিন্তু দলকে ভাবাচ্ছে সেই বোলিং ব্রিগেড।

একে পেস ব্রিগেডের ইশান্ত, ভুবনেশ্বর কুমাররা তেমন ছন্দে নেই তার উপর ইংল্যান্ডে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে একমাত্র ইশান্তেরই। সামি, বরুন অ্যারন, পঙ্গজ সিংরা একেবারেই অনভিজ্ঞ। স্পিন বিভাগও খুব একটা আস্থার জায়গায় নেই। তাই অধিনায়ক ধোনি তাকিয়ে আছেন সেই ভারতীয় ব্যাটিং লাইনআপের দিকে। ২০১১ সালের দুঃসহ স্মৃতি ভুলে ট্রেন্টব্রিজে ধোনি ভরসা করে আছেন যাদের উপর সেই কোহলি,রোহিত,পূজারারাও কিন্তু ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলছেন।

.