India's Tour Of New Zealand: কোহলিদের নিউজিল্যান্ড সফর পিছিয়ে গেল
চলতি বছর শেষের দিকে ভারতের নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল।
নিজস্ব প্রতিবেদন: আসন্ন টি-২০ বিশ্বকাপের পরেই ভারতের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। চলতি বছর শেষের দিকে ভারত ছাড়াও নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশেরও নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। কিন্তু বিরাট কোহলিরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে কেন উইলিয়ামসনদের দেশে যাচ্ছেন না। এমনটাই রিপোর্ট স্টাফডটকোডটএনজেড-এর। সংস্থার মুখপাত্রই জানিয়েছেন এই কথা।
আইসিসি-র ফিউচার ট্যুর প্রোগ্রাম অর্থাৎ এফটিপি-র অন্তর্গত ছিল এই সূচি। জানা যাচ্ছে আগামী বছর নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কুড়ি ওভারের বিশ্বকাপের পরেই ভারত যাবে নিউজিল্যান্ড সফরে। ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের কোয়ালিফাইং পর্যায়ের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের।
আরও পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগান কি কলকাতা লিগ খেলবে? ভাবছে ক্লাব, আশাবাদী আইএফএ
ভারতের নিউজিল্যান্ড ২০২২ এ পিছিয়ে গেলেও কিউয়িদের ভারত সফর যে পিছিয়ে গিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। আগামী নভেম্বরে আবার কোহলিদের দেশে কেনেদের আশার কথা রয়েছে। নিউজিল্যান্ড ভারতে এসে তিনটি টি-২০ ও জোড়া টেস্ট খেলবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)