নিজস্ব প্রতিবেদন: প্রথম টি-টোয়েন্টি ইতিমধ্যেই হেলায় জেতা হয়ে গিয়েছে। এ বার দ্বিতীয় ম্যাচ জিতলেই ফের একটা সিরিজ পকেটে পুরে নেবেন রোহিত শর্মা। তবে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কা নয়। বরং ভারতীয় দলের সিরিজ জয়ের মাঝে বাধা ধরমশালা-র খামখেয়ালি আবহাওয়া। এবং সেইজন্য প্রবল জোরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার ধরমশালায় বৃষ্টি হওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তাও আবার মুষলধারে। ফলে খুব স্বাভাবিক ভাবেই ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল। এর পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ থাকবে। হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে। এমনটাই স্থানীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।



প্রথম ম্যাচে লখনউতে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারায় ভারত। ইশান কিষাণের ৫৬ বলে ৮৯ এবং শ্রেয়স আইয়ারের ২৮ বলে ৫৭ রানের হাত ধরে ১৯৯ রানের স্কোর করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রানে আটকে যায়। 


আরও পড়ুন: INDvsSL: কব্জিতে চোটের জন্য বাদ ছিটকে গেলেন Ruturaj Gaikwad, দলে এলেন Mayank Agarwal


আরও পড়ুন: Exclusive: শীর্ষে থাকা Magnus Carlsen-কে হারানো থেকে Sachin Tendulkar-এর প্রশংসা, অকপট তরুণ গ্র্যান্ড মাস্টার Rameshbabu Praggnanandha


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)