কেকেআরের জার্সিকে মিস করবেন গৌতম গম্ভীর
কেকেআর রাখেনি তাঁকে। তবে এজন্য খারাপ লাগেনি গৌতম গম্ভীরের। নিজেকে জুনিয়রদের মেন্টরের ভূমিকায় দেখতে চান বাঁ হাতি ব্যাটসম্যান।
নিজস্ব প্রতিবেদন: ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে তাঁর ইনিংস ইতিহাসে ঠাঁই পেয়েছে। ওই বছরেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছিলেন গৌতম গম্ভীর। সেই কেকেআর তাঁকে এবছর আর দলে রাখেনি। তবে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আবেগপ্রবণ গম্ভীর। তাঁর কথায়, ''বেগুনি জার্সিকে খুব মিস করব।''
বিদায়বেলায় কেকেআরে তাঁর প্রথম দিনের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েছেন গম্ভীর। তাঁর কথায়, ''২০১১ সালে জানুয়ারিতে বিশ্বকাপের দলে থাকাই ছিল আমার ভাবনায়। আইপিএল নিয়ে ভাবিইনি। তবে নিলামের দিন মন উসখুশ করছিল। তবে সাত বছর পরে জীবন ও ক্রিকেট নিয়ে আমার ভাবনা আরও বিস্তৃত হয়েছে।''
ক্রিকেটজীবনের সায়াহ্নে পৌঁছে গম্ভীর নিজেকে মেন্টর হিসেবে দেখতে চাইছেন। কেকেআর, সানরাইজার্স, দিল্লি বা মুম্বই হলেও তাঁর সমস্যা নেই বলে জানিয়েছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।
আরও পড়ুন- চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিং নিয়ে মস্করা সোশ্যাল মিডিয়ায়
কেকেআর জার্সিতে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন গৌতম গম্ভীর। সেই গম্ভীরকে এবার নিলামের জন্য মুক্ত করে দিয়েছে কেকেআর। যদিও নিলামে গম্ভীরকে দলে নেওয়ার সুযোগ পাবে নাইট রাইডার্স। তবে এনিয়ে পুরনো দলের প্রতি কোনও অনুযোগ নেই গৌতম গম্ভীরের। তাঁর কথায়, ''আমাকে ব্যাটস্যান, অধিনায়ক ও মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার একটা প্ল্যাটফর্ম দিয়েছিল কেকেআর। তবে ওদের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। এই সিদ্ধান্তের পিছনে ওদের কোনও ভাবনা থাকতে পারে। তবে বেগুনি জার্সি মিস করব। আমার একেবারেই খারাপ লাগেনি। হয়তো আমার জন্য নয়া চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।''
গম্ভীরের কথাতেই স্পষ্ট, কেকেআর সম্ভবত নিলামে তাঁকে আর কিনতে চাইছে না। গোতির কাছে ইতিহাস হতে চলেছে কেকেআর জার্সি।