IPL 2020: দুরন্ত ব্যাটিং করেও বিতর্কে জড়ালেন ক্রিস গেইল, কি বলছে ক্রিকেটমহল?

আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য ক্রিস গেইলকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়। সেঞ্চুরি হাতছাড়া হওয়ার হতাশা নিয়েই প্যাভিলিয়নে ফেরেন ক্রিস গেইল।

Updated By: Oct 31, 2020, 02:20 PM IST
IPL 2020: দুরন্ত ব্যাটিং করেও বিতর্কে জড়ালেন ক্রিস গেইল, কি বলছে ক্রিকেটমহল?

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধুন্ধুমার ইনিংস উপহার দিয়েও বিতর্কে জড়ান ক্রিস গেইল। জোফ্রা আর্চারের বলে ৯৯ রানে আউট হওয়ার পর মাঠেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেন ক্যারিবিয়ান কিং। ক্রিকেটের 'ইউনিভার্স বস'-কে সচরাচর রাগতে দেখেনি ক্রিকেটমহল। তবে শুক্রবার এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করতেই ক্ষোভে ফেটে পড়েন কিংস ইলেভেন পঞ্জাবের এই ব্যাটসম্যান। মাঠেই ব্যাট ছুঁড়ে ফেলে দেন গেইল।

আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য ক্রিস গেইলকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়। সেঞ্চুরি হাতছাড়া হওয়ার হতাশা নিয়েই প্যাভিলিয়নে ফেরেন ক্রিস গেইল। গেইলের মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এরকম আচরণ কি কাম্য? ক্যারিবিয়ান কিংয়ের এই আচরণ দেখে কি বলছে ক্রিকেটমহল?

 

আরও পড়ুন- IPL 2020: ১০০০ ছক্কার বিশ্বরেকর্ড 'ইউনিভার্স বস' গেইলের

 

 

উৎপল চট্টোপাধ্যায় (প্রাক্তন ক্রিকেটার)- 'আইপিএলের শুরুতে গেইলকে বাইরে রেখেছিল কিংস ইলেভেন পঞ্জাব। পরে সুযোগ মিলতেই নিজেকে দারুনভাবে মেলে ধরেন। শুক্রবারও দুরন্ত ব্যাটিং করেন। কিছু করে দেখানোর তাগিদ ছিল ওর মধ্যে। ৯৯ রানে আউট হওয়াতেই তাই নিজের ওপর ক্ষোভ উগরে দেন। সেঞ্চুরির জন্য হয়তো সেলিব্রেশন ভেবে রেখেছিলেন। গেইলের ওই প্রতিক্রিয়া সাময়িক। আনন্দ কিংবা রাগ হলে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হয়। ওর ক্ষেত্রেও সেরকম হয়েছে।'

 

শিবশঙ্কর পাল (প্রাক্তন ক্রিকেটার)- 'আইপিএলে প্রথমদিকে দলে সুযোগ পাচ্ছিলেন না। নিজেকে প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। গতকালও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গেইল ঝড় দেখি আমরা। নিজের ভুল বুঝতে পেরেছিলেন বলেই ওরকম প্রতিক্রিয়া দেখানোর পর জোফ্রা আর্চারের সঙ্গে আবার হাতও মিলিয়ে নেন। ক্রিকেটের নিয়ম হয়তো ভেঙেছে, কিন্তু গেইল স্পোর্টসম্যান স্পিরিটও দেখিয়েছেন।'

 

আরও পড়ুন- IPL 2020: আইপিএলের মাঝে নাইটদের নেতৃত্ব ছাড়ায় কার্তিকের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন গম্ভীর

 

সৌরাশিস লাহিড়ী (প্রাক্তন ক্রিকেটার)- 'এটা পুরোটাই ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে সেটা সাময়িক। গেইল কিন্তু অন্যান্য ক্রিকেটারদের থেকে অনেক আলাদা। ঠাণ্ডা মাথাতেই বিপক্ষের বোলারদের খুন করেন। সবসময় ফুরফুরে মেজাজের গেইলকেই দেখে এসেছি আমরা। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, হয়তো আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন। তবে ওরকম ঘটনার পর কিন্তু জোফ্রা আর্চারের সঙ্গে হাতও মিলিয়ে নিয়েছেন। যে কোনও খেলাতেই এরকম হয়ে থাকে।'

গেইল ঝড় অবশ্য শেষ পর্যন্ত কাজে আসেনি। বেন স্টোকস-সঞ্জু স্যামসন-স্টিভ স্মিথদের ব্যাটিং দাপটে ১৮৬ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। ১৫ বল বাকি থাকতেই হাতে ৭ উইকেট রেখে প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস।

.