IPL 2020: ১০০০ ছক্কার বিশ্বরেকর্ড 'ইউনিভার্স বস' গেইলের

Oct 30, 2020, 23:13 PM IST
1/5

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার বিরল বিশ্বরেকর্ড গড়লেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইল।  

2/5

ক্রিস গেইলই প্রথম ব্যাটসম্যান যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে হাজারটা ছক্কা মারলেন।  

3/5

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৩ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন ক্রিস গেইল।  এক রানের জন্য শতরান হাতছাড়া করেন ক্যারিবিয়ান দৈত্য। ছটি চার আর আটটি ছক্কায় সাজানো তাঁর ৯৯ রানের ইনিংস ।  

4/5

সাতটি ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার ছক্কার নজির ছুঁয়ে ফেললেন ক্রিস গেইল। বর্তমানে টি-টোয়েন্টি কেরিয়ারের গেইলের ছক্কা সংখ্যা ১০০১।  

5/5

এক রানের জন্য শতরান হাতছাড়া করে মেজাজ হারিয়ে নিজের ব্যাট ছুড়ে ফেলেন, পরে অবশ্য জোফ্রা আর্চারের সঙ্গে হাত মিলিয়ে স্পোর্টসম্যানশিপ দেখালেন ক্রিস গেইল।