ভারতে IPL-এর আয়োজন করুক BCCI, বোম্বে হাইকোর্টে আবেদন
আইপিএল বিসিসিআই-এর আয়ের অন্যতম প্রধান উত্স বলেও তিনি উল্লেখ করেছেন।
নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগের কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে এবার আইপিএল-এর আয়োজন করতে চলেছে বিসিসিআই। আমিরশাহি নয়, ভারতের মাটিতেই হোক এবারের আইপিএল। বোর্ডের এই পদক্ষেপের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদল দাখিল করা হয়েছে।
পুণের আইনজীবী অভিষেক লাগোর দায়ের করা আবেদনে বলা হয়েছে, আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত হলে তা দেশের জন্য দেশের জন্য বিরাট অর্থনৈতিক এবং রাজস্ব ক্ষতির কারণ হতে পারে। আইপিএল বিসিসিআই-এর আয়ের অন্যতম প্রধান উত্স বলেও তিনি উল্লেখ করেছেন।
সূত্রের খবর নিজেকে ক্রিকেটের অন্ধ ভক্ত বলে পরিচয় দিয়ে বোম্বে হাইকোর্টে অভিষেক জানিয়েছেন, ২০১৯ সালে আইপিএল-এর যা ব্র্যান্ড ভ্যালু ছিল এবার সংযুক্ত আরব আমিরশাহিতে তা আরও নেমে যাবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল-এর ১৩ তম সংস্করণ।
আরও পড়ুন - বিরাটের জীবনে বড় দিন! আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পূর্তিতে আবেগঘন কোহলি