IPL 2020: শূন্য রানে ডাগআউটে, লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

  হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে নেমে বিতর্কে জড়িয়ে পড়েছেন রোহিত শর্মা। এদিকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা করলেন লজ্জার রেকর্ড।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 6, 2020, 11:51 AM IST
IPL 2020: শূন্য রানে ডাগআউটে, লজ্জার রেকর্ড গড়লেন রোহিত
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে নেমে বিতর্কে জড়িয়ে পড়েছেন রোহিত শর্মা। এদিকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা করলেন লজ্জার রেকর্ড।

টস জিতে বৃহস্পতিবার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে শূন্য রানে মাঠ ছাড়েন অধিনায়ক রোহিত শর্মা। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি। বৃহস্পতিবার অজান্তেই একটা রেকর্ড করে ফেলেন রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন আবার টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। এই নিয়ে আইপিএলে তেরো বার রানের খাতা খুলতে পারেননি রোহিত। একই রেকর্ড রয়েছে হরভজন সিং এবং পার্থিব প্যাটেলের।

চোট সারিয়ে মাঠে ফিরে আইপিএলে পর পর দুটো ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত। কিন্তু প্লে-অফে তাঁর ব্যাটিং রেকর্ড একেবারেই ভাল নয়। ১৯ ইনিংসে তিনি করেছেন ২২৯ রান।

 

আরও পড়ুন -  দেশে ফিরলেন 'মুক্ত' শাকিব

.