IPL 2020: প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি
বিরাট পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করলেন।
নিজস্ব প্রতিবেদন: মাত্র ১০ রান দূরে ছিলেন। দিল্লির বিরুদ্ধে নামার আগে প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ডের দোড়গোড়ায় ছিলেন কিং কোহলি। আর ১০ রান করতে পারলেই প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট কোহলি।
দিল্লির বিরুদ্ধে ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে হর্ষল প্যাটেলের বলে শর্ট ফাইন লেগে বাউন্ডারি মারতেই মাইলস্টোনে পৌঁছে গেলেন আরসিবি অধিনায়ক। এদিন অবশ্য ৪৩ রান করলেন বিরাট কোহলি। ২৮৬টি টি-টোয়েন্টি ম্যাচে বিরাটের রান এখন ৯,০৩৩।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ৪০৪ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩২৯৬ রান। তালিকায় দু নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজেরই কায়রন পোলার্ড। তিনি ৫১৭ ম্যাচে করেছেন ১০৩৭০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের ক্লাবে আগেই পৌঁছে গিয়েছেন শোয়েব মালিক, ব্রেন্ডন ম্যাকালাম, ডেভিড ওয়ার্নার এবং অ্যারোন ফিঞ্চ। বিরাট পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করলেন।
আরও পড়ুন - মহমেডানেও এল ইনভেস্টর, এবার ISL খেলার কথা দীপেন্দু বিশ্বাসের গলায়