IPL 2021, SRH vs KKR: কলকাতার কাঁটা হবেন এই বোলাররা! তালিকা দিলেন Ashish Nehra

আর কয়েক ঘণ্টা পরেই আইপিএলের প্রথম সানডে ব্লকবাস্টার। অইন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স  খেলবে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

Updated By: Apr 11, 2021, 05:15 PM IST
IPL 2021, SRH vs KKR: কলকাতার কাঁটা হবেন এই বোলাররা! তালিকা দিলেন Ashish Nehra

নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পরেই আইপিএলের (IPL 2021) প্রথম সানডে ব্লকবাস্টার। অইন মর্গ্যানের (Eoin Morgan) কলকাতা নাইট রাইডার্স (KKR) খেলবে ডেভিড ওয়ার্নারের (David Warner) সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে। ম্যাচ শুরর আগে মর্গ্যানদের সতর্ক করে দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন পেসার আশিস নেহরা (Ashish Nehra)। অতীতে চুটিয়ে আইপিএল খেলেছেন নেহরা। একাধিক ফ্র্যাঞ্চাইজির বোলিং মেন্টর হিসাবে দায়িত্ব সামলানো নেহরা নাম ধরে ধরে বলে দিলেন, হায়দরাবাদের কোন কোন বোলার আজ কলকাতার রাতের ঘুম কাড়তে পারেন।

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে ম্যাচ। চিপকের পিচ স্পিনারদের স্বর্গরাজ্য। সেই কথা মাথায় রেখেই নেহরা বলছেন, "আমরা প্রথম ম্যাচে দেখেছি এবারের স্কোয়ার বাউন্ডারিগুলো অনেকটা বড়। শিশিরের জন্য বল ভিজে যাচ্ছে। কিন্তু তাও বল পিচেই লেগে থাকছে। যেটা ওয়াংখেড়েতে হচ্ছে না। সিমারদের ক্ষেত্রেও এটাই হচ্ছে। ড্যান ক্রিস্টিয়ান, কাইলি জেমিসন, এমনকী হর্ষল প্যাটেলরা কিন্তু ভেজা বলেই স্লোয়ার দিতে পারছে। ভুবনেশ্বর কুমার ও নটরাজনের মতো বোলারদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এই পিচে কেমন বল করতে হয়। বিশেষত রশিদ খানের কথা বলব। যদি বল শুকনো থাকে, ও কিন্তু কেকেআরকে বিরাট সমস্যায় ফেলবে।"

আরও পডুন: IPL 2021, SRH vs KKR Preview: আগামিকাল অভিযান শুরু কলকাতার, কোন দিকে থাকবে চোখ?

শেষ কয়েক বছর ধরেই কেকেআর আইপিএলে দাগ কাটতে পারছে না। শেষ দু'বছরই প্লে-অফে যেতে পারেনি শাহরুখ খানের (Sharukh Khan) ফ্র্যাঞ্চাইজি। তবে এই মরসুমে হিসেব বদলাতে মরিয়া মর্গ্যান অ্যান্ড কোং। অন্য়দিকে ওয়ার্নারের অরেঞ্জ আর্মি খেতাব জয়ের জন্য মরিয়া। ২০১৬ সালের চ্যাম্পিয়ন টিম সানরাইজার্স চারবার প্লে-অফ খেলেছে। একবার রানার্স হয়েছে। এবার ট্রফির জন্যই ঝাঁপাবে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।  

আরও পড়ুন: পাকিস্তানের সঞ্চালক ট্রোল করেছিলেন! উইকেট ছিটকে দিলেন Venkatesh Prasad

দেখে নেওয়া যাক সম্ভাব্য KKR টিম: শুভমান গিল (Shubman Gill), রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), অইন মর্গ্যান (Eoin Morgan), দীনেশ কার্তিক(Dinesh Karthik), শাকিব আল হাসান/সুনীল নারিন (Shakib al Hasan/Sunil Narine), আন্দ্রে রাসেল (Andre Russell), প্যাট কামিন্স (Pat Cummins), কমলেশ নাগারকোটি (Kamlesh Nagarkoti), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), বরুণ চক্রবর্তী/হরভজন সিং (Varun Chakravarthy/Harbhajan Singh)

দেখে নেওয়া যাক সম্ভাব্য SRH টিম: ডেভিড ওয়ার্নার (David Warner), জনি বেয়ারস্টো (Jonny Bairstow), মণীশ পাণ্ডে (Manish Pandey), কেন উইলিয়ামসন (Kane Williamson), বিজয় শঙ্কর (Vijay Shankar), প্রিয়ম গর্গ (Priyam Garg), আব্দুল সামাদ (Abdul Samad), রশিদ খান (Rashid Khan), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), টি নটরাজন (T Natarajan) ও সন্দীপ শর্মা (Sandeep Sharma)

.