পাকিস্তানের সঞ্চালক ট্রোল করেছিলেন! উইকেট ছিটকে দিলেন Venkatesh Prasad
ট্যুইটারে #IndiranagarKaGunda ট্রেন্ডে পা মেলালেন ভারতের প্রাক্তন ফাস্টবোলার ভেঙ্কটেশ প্রসাদ। আমির সোহেলের সঙ্গে তাঁর চর্চিত ডুয়েলের ছবি শেয়ার করে প্রসাদ লেখেন, "বেঙ্গালুরুতে আমির শোহেলকে ১৪.৫ ওভারে বলেছিলাম #IndiraNagarkaGunda hoon main"।
নিজস্ব প্রতিবেদন: ট্যুইটারে #IndiranagarKaGunda ট্রেন্ডে পা মেলালেন ভারতের প্রাক্তন ফাস্টবোলার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। ১৯৯৬ বিশ্বকাপে (IND vs PAK, 2nd QF, Wills World Cup) আমির সোহেলের সঙ্গে তাঁর চর্চিত ডুয়েলের ছবি শেয়ার করে প্রসাদ লেখেন, "বেঙ্গালুরুতে আমির শোহেলকে ১৪.৫ ওভারে বলেছিলাম #IndiraNagarkaGunda hoon main"।
৯৬ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে প্রসাদ-সোহেলর লড়াই আজও বাইশ গজে চর্চিত। সেদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে ভারতের ২৮৭ রানের জবাবে পাকিস্তান ২৪৮ রান তুলতে সমর্থ হয়েছিল নির্ধারিত ওভারে। ভারত ৩৯ রানে ম্যাচ জিতে নিয়েছিল। প্রসাদ ৪৫ রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন। তাঁর অন্যতম শিকার ছিল পাক ওপেনার আমির শোহেল। তাঁর উইকেট ছিটকে দিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিনের দলের স্টার বোলার।
Me to Aamir Sohail in Bangalore at 14.5- #IndiraNagarkaGunda hoon main pic.twitter.com/uF7xaPeTPl
(@venkateshprasad) April 11, 2021
Prasad only achievement in his career
(@ImNajeebH) April 11, 2021
Nahi Najeeb Bhai. Had reserved some achievements for later. In the very next World cup in Eng in 1999 , took 5/27 at Manchester against Pakistan and they were unable to chase 228. God bless you.
(@venkateshprasad) April 11, 2021
আরও পড়ুন: Babar Azam vs Virat Kohli: অনন্য রেকর্ডে পাক অধিনায়ক ছাপিয়ে গেলেন বাইশ গজের কিংকে
প্রসাদের ট্যুইটের পরেই পাকিস্তানি সঞ্চালক নাজিব উল হাসনাইন তাঁকে খোঁচা দিয়ে ট্যুইট করেন। তিনি লেখেন, "এটাই প্রসাদের কেরিয়ারের একমাত্র কৃতিত্ব।" প্রসাদ তাঁরও উইকেট ছিটকে দিয়ে লেখেন, "না নাজিব ভাই, পরের জন্যও কিছুটা কৃতিত্ব সঞ্চয় করে রেখেছিলাম। ঠিক এর পরের ইংল্যান্ডে ১৯৯৯ বিশ্বকাপের কথা মনে করুন। ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ২৭ রানে পাঁচ উইকেট নিয়েছিলাম। পাকিস্তান ২২৮ রান তাড়া করতে পারেনি।"