IPL 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই মিনি নিলাম
আসন্ন আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলির ক্রিকেটার ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল ২০ জানুয়ারি।
নিজস্ব প্রতিবেদন: ইঙ্গিত আগেই মিলেছিল। এবার সিলমোহর পড়ল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরের দিন ১৮ ফেব্রুয়ারি হবে ২০২১ সালের আইপিএলের নিলাম। চেন্নাইয়ে বসতে চলেছে ক্রিকেটার বিকিকিনির আসর।
IPL 2021 Player Auction on 18th February
Venue : Chennai
How excited are you for this year's Player Auction?
Set your reminder folks pic.twitter.com/xCnUDdGJCa
— IndianPremierLeague (@IPL) January 27, 2021
আসন্ন আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলির ক্রিকেটার ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল ২০ জানুয়ারি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে ৪ ফেব্রুয়ারি। ১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শেষ হবে। তারপরের দিনই নিলামের আসর বসছে চেন্নাইয়ে।
আরও পড়ুন - দেশে ফিরেই MS Dhoni-র কাছে ছুটলেন Rishabh Pant
এখন অবশ্য ক্রিকেটারদের দলবদল জমে উঠেছে। মিনি নিলামে স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চদের নিয়ে দর কষাকষির সম্ভাবনা বেশি। ফলে ইংল্যান্ড সিরিজের মাঝেই জমে উঠতে পারে আইপিএল-এর মিনি নিলাম।
NEWS -
No of players retained by the franchises -
No of players released -More details
— IndianPremierLeague (@IPL) January 21, 2021
এবার দেশের মাটিতে না সংযুক্ত আরব আমিরশাহিতে হবে আইপিএল। তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে দেশের মাটিতে আইপিএল করতে তৎপর বিসিসিআই।
আরও পড়ুন - এবার থেকে মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কার দেবে ICC