IPL 2021, CSK vs RR: বল হাতে ঝলসালেন Chetan Sakariya, Dhoni বাহিনী তুলল ১৮৮

চেন্নাই ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে শুরু করে দেয় ঠিকই৷ এমনকী বড় কোনও পার্টনারশিপ এদিন গড়তে পারলেন না কেউ৷ ওই ২৫-৩০ রানের পার্টনারশিপই এল মাঝে মধ্যে৷ তাও বেশ একটা ভদ্রস্থ স্কোরবোর্ড খাড়া করল তারা৷

Updated By: Apr 19, 2021, 09:41 PM IST
IPL 2021, CSK vs RR: বল হাতে ঝলসালেন Chetan Sakariya, Dhoni বাহিনী তুলল ১৮৮

নিজস্ব প্রতিবেদন: রাজস্থান রয়্যালস (RR) টস জিতে চেন্নাই সুপার কিংসকে (CSK) অল্প রানের মধ্যেই বেঁধে রাখত চেয়েছিল৷ ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে সাধ্য মতো সাহায্য করলেন তাঁর বোলাররা৷ সোমবার ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে এমএস ধোনির (MS Dhoni) ইয়েলো আর্মি তুলল ১৮৮৷ 

চেন্নাই ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে শুরু করে দেয় ঠিকই৷ এমনকী বড় কোনও পার্টনারশিপ এদিন গড়তে পারলেন না কেউ৷ ওই ২৫-৩০ রানের পার্টনারশিপই এল মাঝে মধ্যে৷ তাও বেশ একটা ভদ্রস্থ স্কোরবোর্ড খাড়া করল তারা৷

এদিন চেন্নাইয়ের সর্বোচ্চ স্কোরার ফাফ দু প্লেসিস (Faf du Plessis)৷ ১৭ বলে ঝোড়ো ৩৩ রান করেন তিনি৷ তিনে ব্যাট করতে আসা মঈন আলি (Moeen Ali) করেন ২৬৷ মিডল অর্ডারে চেন্নাইয়ের বড় ভরসা সুরেশ রায়না (Suresh Raina) ,আম্বাতি রায়ডু (Ambati Rayudu) ও রবীন্দ্র জাদজো (Ravindra Jadeja)৷ তাঁরা যথাক্রমে ১৮ ও ২৭ রান করেন৷ দলের সুপারস্টার রবীন্দ্র জাদেজা এদিন চূড়ান্ত ব্যর্থ হন৷ মাত্র ৮ রান করেন স্যার জাদজা৷ 

সাতে ধোনি (১৮) ও নয় নম্বরে ডোয়েন ব্র্যাভো (অপরাজিত ২০) কিছুটা হলেও রানের গতি বাড়ান৷ সবার মিলিত প্রয়াসেই চেন্নাই এদিন ১৮৮ রান তুলতে পারল৷ তবে বল হাতে আলাদা করে ছাপ রাখলেন তরুণ তুর্কী চেতন সাকারিয়া (Chetan Sakariya)৷ চার ওভার বল করে ৩৬ রান দিয়ে তিনি নিলেন ৩ উইকেট৷ তবে ওয়াংখেড়ের পিচে এই রান তাড়া করে জেতা খুব একটা অনায়াস হবে না৷ দেখা যাক শেষ হাসি কে হাসেন! ধোনি নাকি স্যামসন৷

 

 

 

 

 

 

 

.