IPL 2021, CSKvsSRH : হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফে চলে গেল Dhoni-র Chennai Super Kings

ছয় মেরে চেন্নাইকে প্লে-অফে নিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি।

Updated By: Sep 30, 2021, 11:54 PM IST
IPL 2021, CSKvsSRH : হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফে চলে গেল Dhoni-র Chennai Super Kings
'মাহি মার রাহা হ্যায়'। ছক্কা মেরে দলকে জেতানোর সেই মুহূর্ত। ছবি - আইপিএল

নিজস্ব প্রতিবেদন: গত বছরের ভুল শিক্ষা নিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল চেনাই সুপার কিংস (Chennai Super Kings)। চলতি আইপিএল-এর (IPL 2021) প্রথম পর্ব যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই বিপক্ষকে হুঙ্কার দিচ্ছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দল। সেই ধারা বজায় রেখে বৃহস্পতিবার শারজার বাইশ গজে লিগ টেবিলের 'লাস্ট বয়' সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ৬ উইকেট হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে নিল তিন বারের ক্রোড়পতি লিগ জয়ী 'ইয়েলো আর্মি'। 

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। আর অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণও করেন তাঁর বোলাররা। শুরুতেই জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বলে আউট হন জেসন রয় (২)। এরপর ১১ রানে ফিরে যান কেন উইলিয়ামসন। তাঁকে আউট করেন ডোয়েন ব্র্যাভো। ঋদ্ধিমান সাহা ওপেন করতে নেমে ৪৬ বলে ৪৪ রান করলেও সেটা চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানেই থেমে যায় হায়দরাবাদ। সিএসকে-এর সবচেয়ে সফল বোলার ছিলেন অস্ট্রেলিয়ার হ্যাজেলউড। তিনি ২৪ রানে ৩ উইকেট নিলেন তিনি। ব্র্যাভো নিয়েছেন ১৭ রানে ২ উইকেট। 

আরও পড়ুন: IPL 2021: IPL-এর মঞ্চে কোন নতুন নজির গড়লেন Mahendra Singh Dhoni?

Josh Hazlewood after taking three wickets. Photo - IPL

মাত্র ১৩৫ রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেন ছন্দে থাকা দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ও ফাফ দু’প্লেসি (Faf du Plessis)। ১০ ওভারে দ্রুত ৭৫ রান তুলে হায়দরাবাদের ম্যাচে ফিরে আসার স্বপ্ন চুরমার করে দেন দুজন। ঋতুরাজ ৪৫ রান করে জেসন হোল্ডারের বলে আউট হন। তখন চেন্নাইয়ের স্কোরবোর্ডে ৭৫ রানে ১ উইকেট। দু’প্লেসি ৪১ রান করে সাজঘরে ফিরে যান। এমনকি মঈন আলি ও সুরেশ রায়না দ্রুত আউট হন। ফলে একটা সময় ১০৮ রানে ৪ উইকেট হারায় সিএসকে। 

 

তবে ধোনির দলকে আটকানো যায়নি। আম্বাতি রায়াডু ১৩ বলে ১৭ ও ধোনি ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ছয় মেরে দলকে ম্যাচ জিতিয়ে দেন চেন্নাই সেনাপতি। এই ম্যাচ জেতার ফলে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়ে গেল ধোনিবাহিনী। একইসঙ্গে গত বছরের ব্যর্থতা ভুলে এ বার প্লে-অফে হলে গেল 'ড্যাডিস আর্মি'। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.