COVID-19: ভারতের করোনা যুদ্ধে ৭.৫ কোটি টাকার অনুদান দিল Rajasthan Royals

দেশের করোনা যুদ্ধে হাত শক্ত করল রাজস্থান রয়্যালস।

Updated By: Apr 29, 2021, 06:43 PM IST
COVID-19: ভারতের করোনা যুদ্ধে ৭.৫ কোটি টাকার অনুদান দিল Rajasthan Royals

নিজস্ব প্রতিনিধি: দেশের করোনা যুদ্ধে হাত শক্ত করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট-এর (BAT) সঙ্গে জুটি বেঁধে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদাল দিল। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭.৫ কোটি টাকা। আইপিএলের (IPL 2021) প্রথম দল হিসাবে করোনা যুদ্ধে এভাবে এগিয়ে আসল সঞ্জু স্যামসন অ্যান্ড কোং। বৃহস্পতিবার টুইট করে এই বিবৃতি দিয়েছে রাজস্থান। তারা জানিয়েছে যে, মালিক থেকে প্লেয়ার ও ম্যানেজমেন্ট সকলেই এই অনুদানে অবদান রেখেছেন। আক্রান্তদের পাশে থাকার জন্য অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রাজস্থান।

 

করোনা বিধ্বস্ত ভারতে এখন অক্সিজেনের ভয়ঙ্কর আকাল। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার আর্তনাদ উঠেছে দেশ জুড়ে। এই কঠিন সময়ে জীবনদায়ী অক্সিজেন কেনার জন্য প্যাট কামিন্স (Pat Cummins) ও ব্রেট লি (Bret Lee) লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন। পিএম কেয়ার্স তহবিলে কামিন্স দিয়েছিলেন ৫০ হাজার মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ লক্ষ ৩৬ হাজার ৭৫৯ টাকা) অনুদান৷লি একটি বিটকয়েন (ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৪০ লক্ষ ৯৫ হাজার ৯৯১ টাকা) দেন। সেই তালিকায় আছেন বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী (Sreevats Goswami)। ৯০ হাজার টাকার অনুদান দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) উইকেটকিপার-ব্যাটসম্যান।

.