IPL 2022: ফর্ম হারানো Ishan Kishan-কে কী বার্তা দিলেন Mahela Jayawardene? জেনে নিন

মেগা নিলামে ঝড় তুলে তাঁর পকেটে ঢুকেছিল ১৫ কোটি ২৫ টাকা। তবে বাইশ গজে ঝড় তুলতে পারছেন কোথায়!   

Updated By: Apr 25, 2022, 07:53 PM IST
IPL 2022: ফর্ম হারানো Ishan Kishan-কে কী বার্তা দিলেন Mahela Jayawardene? জেনে নিন
ঈশানের ফর্ম নিয়ে চিন্তিত মাহেলা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মেগা নিলামে ঝড় তুলে তাঁর পকেটে ঢুকেছিল ১৫ কোটি ২৫ টাকা। তবে বাইশ গজে ঝড় তুলতে পারছেন কোথায়! চলতি আইপিএল-এ (IPL 2022) একেবারেই ছন্দে নেই ঈশান কিশান (Ishan Kishan)। শর্ট বল খেলার প্রতি দুর্বলতা সব ম্যাচেই প্রকট হচ্ছে। তাই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হেড কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার পর ব্যাটিং লাইন আপকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিয়েছেন। ঈশানের খারাপ ফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। 

মেগা নিলামে ঝড় তুলে তাঁর পকেটে ঢুকেছিল ১৫ কোটি ২৫ টাকা। তবে বাইশ গজে ঝড় তুলতে পারছেন কোথায়! চলতি আইপিএল-এ (IPL 2022) একেবারেই ছন্দে নেই ঈশান। শর্ট বল খেলার প্রতি দুর্বলতা সব ম্যাচেই প্রকট হচ্ছে। সেটা মেনে নিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। 

মাহেলা ম্যাচের শেষে বলেন, "ঈশান নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করতে পারছে না। আমরা ওকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। কিন্তু এ বার ওকে পুরানো মেজাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেইজন্য ওর সঙ্গে কথা বলেছি।" 

তবে শুধু তো ঈশান নয়, পুরো দলটাই যেন অন্ধকুপে চলে গিয়েছে। ১৫ বছরের আইপিএল-এর ইতিহাসে এই প্রথমবার টানা আট ম্যাচ হেরে গিয়েছে রোহিত শর্মার দল। ফলে প্রতিযোগিতা থেকে বিদায়ের মুখে পাঁচবারের আইপিএল জয়ী দল। সেটা নিয়েও চিন্তায় মাহেলা। 

তিনি ফের যোগ করেছেন, "ব্যাটারদের ক্রমাগত ব্যর্থতা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। এটাও বড় চিন্তার বিষয়। সবসময় আমরা উন্নতির চেষ্টা করে যাচ্ছি। প্রতি ম্যাচের শেষে সিনিয়র থেকে জুনিয়র, সবার সঙ্গে আলোচনা করছি। কিন্তু প্রত্যাশিত ফল কিছুতেই আসছে না। তাই পরবর্তী ম্যাচগুলোতে আমাদের বিকল্প ব্যাটারদের নিয়ে ভাবতে হবে।" 

পাঁচবারের জয়ী দলকে এমন দুর্দিন আগে দেখতে হয়নি। স্বাভাবিকভাবেই এমন ব্যর্থতার যথাযথ ব্যাখ্যা দেওয়া মুশকিল হচ্ছে মাহেলার কাছে। তাই এ বার কে রাহুলের (KL Rahul) লখনউয়ের কাছে হেরে নিজেদের ভুলগুলিকেই সামনে তুলে ধরলেন দলের হেড কোচ। 

আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: টানা আট ম্যাচ হার, সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে কী লিখলেন 'হিটম্যান'? জানতে পড়ুন

আরও পড়ুন: IPL 2022: 'Ishan বিদেশে চরম ব্যর্থ হবে', কেন এমন মন্তব্য করলেন Sunil Gavaskar? জেনে নিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.