IPL 2022: দারুণ বোলিং করে পর্নস্টার Candra-র শুভেচ্ছা পেলেন Mohammed Shami

মহম্মদ শামির নিখুঁত ডেলিভারিতে ভেঙে পড়ে লখনউয়ের টপ-অর্ডার। ২৫ রানে তুলে নেন ৩ উইকেট।   

Updated By: Mar 30, 2022, 04:50 PM IST
IPL 2022: দারুণ বোলিং করে পর্নস্টার Candra-র শুভেচ্ছা পেলেন Mohammed Shami
শামির প্রেমে মজে পর্নস্টার কেন্দ্রা।

নিজস্ব প্রতিবেদন: শুধু দেশ নয়, বিদেশেও সমান জনপ্রিয় মহম্মদ শামি (Mohammed Shami)। তাই তো চলতি আইপিএল-এর (IPL 2022) প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করতেই তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রার মতো পর্নস্টার! একেবারে সুদূর আমেরিকা থেকে 'সহেসপুর এক্সপ্রেস'কে শুভেচ্ছা জানালেন এই নামী পর্নস্টার। 

টুইটারে কেন্দ্রা লিখেছেন, 'অসাধারণ পারফর্ম করেছে শামি।' এখন শামি এই পর্নস্টারকে জবাব দেন কিনা সেটাই দেখার। 

প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে নেয় হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans)। সেই ম্য়াচে প্রথম বলেই লখনউ অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) আউট করেন শামি। ভারতীয় পেসারের নিখুঁত ডেলিভারিতে ভেঙে পড়ে লখনউয়ের টপ-অর্ডার। ২৫ রানে তুলে নেন ৩ উইকেট। আর সেই সৌজন্যে আরও সহজ হয়ে যায় গুজরাতের জয়ের পথ। আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত পার্পল ক্যাপের মালিক হতে পারেননি শামি। তবে এ বার আগুনে গতিতে প্রতিযোগিতার শুরুটা করলেন। এমন আগুনে বোলিংয়ের পরেই তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রা লাস্ট।  

আরও পড়ুন: IPL 2022: IPL-এর ইতিহাসে ২০ হ্যাটট্রিকের ফিরে দেখা ইতিহাস

আরও পড়ুন: IPL 2022, KKRvsRCB: কোন নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন Virat Kohli, Ajinkya Rahane? ছবিতে দেখুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.