'Chennai Super Kings কামব্যাক করবে!' টানা চার ম্যাচ হারের পর বলছেন Ravindra Jadeja

হারের হতাশার মধ্যেও রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja) বলছেন ঘুরে দাঁড়ানোর কথা 

Updated By: Apr 9, 2022, 08:58 PM IST
'Chennai Super Kings কামব্যাক করবে!' টানা চার ম্যাচ হারের পর বলছেন Ravindra Jadeja
চেন্নাই ঘুরে দাঁড়াবেই। বলছেন জাদেজা।

নিজস্ব প্রতিবেদন: হারই যেন ললাটলিখন হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)! চলতি আইপিএলে (IPL 2022) এই নিয়ে ব্যাক-টু-ব্যাক চার ম্যাচ হেরে বসল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ও চারবারের চ্যাম্পিয়ন টিম। শনিবার সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) আট উইকেটে চেন্নাইকে গুঁড়িয়ে দিয়েছে। ম্যাচের পর চেন্নাইয়ের ক্যাপ্টেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বলছেন যে, দল ঘুরে দাঁড়াবেই। 

এদিন ম্যাচের পর জাদেজা বলেন, "বোলিং পারফরম্যান্সে আমরা হতাশ হয়েছি ঠিকই, কিন্তু ব্যাটিংয়েও ২০-২৫ রান কম হয়েছে। শেষ পর্যন্ত আমরা লড়াই করব। ১৫৫ খারাপ স্কোর নয়। আমাদের বোলাররা উইকেট নেওয়ার চেষ্টা করেছিল। আগামিকাল সম্ভবত আমাদের ডে-অফ। কিন্তু আমরা উন্নতি করব। কথা বলতে হবে কোথায় আমাদের ঘাটতি হচ্ছে। আমরা সকলে পেশাদার। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এক সঙ্গে বেঁধে থাকতে হবে। চেন্নাই সুপার কিংস কামব্যাক করবে আরও শক্তিশালী হয়েই।" 

এক-দু'টো নয়, পরপর চার ম্যাচে হার! চেন্নাইয়ের বায়োডেটার সঙ্গে যা একেবারে বেমানান। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এই দলের শুরুটা কখনও এত খারাপ হয়নি। চলতি আইপিএল (IPL 2022) শুরুর আগেই এমএস ধোনি (MS Dhoni) সিএসকে-র ক্যাপ্টেনসির ব্যাটন তুলে দেন জাদেজার (Ravindra Jadeja) হাতে। ক্যাপ্টেন হিসাবে জাদেজা নতুন ইনিংস শুরু করেই পড়েছেন প্রবল সমালোচনার মুখে। একটা প্রশ্ন অনেকেই তুলেছেন, জাদেজা কি অধিনায়কত্বের চাপ নিতে পারছেন না?

আরও পড়ুন: Abhishek Sharma: জাফর থেকে পাঠান! অভিষেকের ব্যাটে মোহিত বাইশ গজ

আরও পড়ুন IPL 2022-এ খাতা খুলল Sunrisers Hyderabad, আট উইকেটে হারল Chennai Super Kings!

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.