নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ প্রিমিয়র লিগ দুরন্ত ছন্দে রয়েছেন। পরপর পাঁচ ম্যাচে সেরা হয়ে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন শাকিব আল হাসান। তবুও আইপিএল-এর মেগা নিলামে তিনি ব্রাত্য। যদিও শাকিবের স্ত্রী উম্মি আহমেদ শিশিরের দাবি দেশের হয়ে খেলার জন্য শাকিব নাকি আইপিএল খেলতে চাননি!তাই স্বেচ্ছায় অবিক্রীত রয়ে গেলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর অবিক্রীত থাকা নিয়ে সবাই অবাক হয়েছেন। অতীতে এই আইপিএল খেলার জন্যই দেশের খেলাকে অগ্রাহ্য করার অভিযোগ উঠেছিল শাকিবের বিরুদ্ধে। এ বার সেই আইপিএল থেকে বাদ পড়তে হল তাঁকে। এই ঘটনায় কিন্তু শাকিবের নিন্দুকেরা বেশ মজাই পেয়েছিলেন। তবে ফেসবুকে পোস্টে নিন্দুকদের প্রতি তীব্র প্রতিবাদ জানালেন শাকিবের স্ত্রী।  


 




আরও পড়ুন: IPL Auction 2022: Suresh Raina থেকে Steve Smith, Shakib থেকে Eoin Morgan, ১০ 'আনসোল্ড' ক্রিকেটার


আরও পড়ুন: INDvsWI: Virat Kohli-র লাগাতার খারাপ ব্যাটিংয়ের সাফাই দিয়ে একঘেয়ে রেকর্ড বাজালেন Vikram Rathour


 


ফেসবুকে শিশির লিখেছেন, 'বেশি উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে রাখি, গোটা টুর্নামেন্ট খেলতে পারবে কিনা জিজ্ঞেস করে ওকে সরাসরি দুই দল যোগ করেছিল। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজ থাকার জন্য ওর পক্ষে আইপিএল খেলা সম্ভব নয়। এই কারণেই ও অবিক্রিত থেকে যায়। এটা খুব একটা বড় সমস্যা নয়। পরের বছর আবার সুযোগ আসবে। আইপিএল খেলতে গেলে ওকে শ্রীলঙ্কা সিরিজ থেকে সরে দাঁড়াতে হত, সেটা কি খুব ভাল হত? তখন তো ওকে বিশ্বাসঘাতক বানিয়ে দেওয়া! তাই না? উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।' 


আইসিসি-র অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তাঁকে দলে নেওয়ার জন্য অতীতে নিলাম মঞ্চে ঝড় বয়ে যেত। তবে এ বার এহেন শাকিবকে একেবারেই গুরুত্ব দেয়নি ১০টি ফ্রাঞ্চাইজি। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে একেবারেই সার্ভিস দিতে পারেননি। ৮ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৪৭ রান। নিয়েছিলেন মাত্র ৪ উইকেট। তাই এ বার বাতিলের খাতায় চলে গেলেন শাকিব। যদিও তাঁর স্ত্রী আবার অন্য ব্যাখ্যা দিলেন। 


আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুই টেস্টের সিরিজ ১১ এপ্রিল পর্যন্ত চলার কথা। এ দিকে আইপিএল শুরু হবে সম্ভবত ২৭ মার্চ থেকে। রামধনুর দেশ থেকে ভারতে এসে শাকিবকে পাঁচদিন নিভৃতবাসেও কাটাতে হবে। ফলে মোটামুটি শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারবেন না, এমনটা ধরেই নেওয়া যায়। আবার মে মাসেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সুতরাং, আইপিএল-এর শেষের দিকেও তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। তাই দেশের স্বার্থ বজায় রাখার জন্য শাকিব আইপিএল খেলতে রাজি হয়নি। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App