ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত শ্রীসন্থদের বিরুদ্ধে চার্জশিট পেশ
আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য শ্রীসন্থকে। শ্রীসন্থ, অঙ্কিত চৌহান, অজিত চান্ডিলার বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লি পুলিস। ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থ সহ আইপিএলে খেলা তিন ক্রিকেটারের পাশাপাশি আরও ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পুরো ঘটনায় সাক্ষী করা হয়েছে রাহুল দ্রাবিড়কে।
আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য শ্রীসন্থকে। শ্রীসন্থ, অঙ্কিত চৌহান, অজিত চান্ডিলার বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিস। শ্রীসন্থদের সঙ্গে চার্জশিটে নাম আছে দাউদ, শাকিলেরও। ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থ সহ আরও ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। পুরো ঘটনায় সাক্ষী করা হয়েছে রাহুল দ্রাবিড়কে।
চলতি বছর আইপিএল চলাকালীন স্পট ফিক্সিংয়ের অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বন ও অজিত চান্ডিলাকে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই এই স্পট ফিক্সিংয়ের ব্যাপারে তাদের কাছে খবর ছিল৷ সেই মতো কয়েক জন বুকির উপর শুরু হয় নজরদারি৷ আতসকাচের তলায় আসেন কয়েক জন ক্রিকেটারও৷ দিনের পর দিন নজরদারি করে তার পরই গ্রেফতারির রাস্তায় এগিয়েছে দিল্লি পুলিশ৷
(ফাইল চিত্র)