Andre Russell: 'দ্রে রাসের' শট নাকি রবীন্দ্রসংগীতের মতো! ধারাভাষ্যকরের মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া
সবমিলিয়ে রাসেল-রিঙ্কু জুটিতেই কেকেআর-এর কাছে প্লে অফ এখনও জীবিত। একইসঙ্গে ইডেনে গ্যালারি জুড়ে একটা সময় যেরকম, রিঙ্কু…রিঙ্কু শব্দব্রহ্ম চলছিল, যা দেখে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়ছিল নাইট বাহিনী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে জ্বলে উঠল আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাট। তাঁর ২৩ বলে ৪২ রানের ইনিংসের জন্যই পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর এই জয়ের ফলে নাইটদের প্লে অফে যাওয়ার আশা বেঁচে রয়েছে। কিন্তু তাই বলে 'দ্রে রাসের' ব্যাটিংয়ের সঙ্গে রবীন্দ্র রবীন্দ্রসংগীতের (Rabindra Sangeet) তুলনা! সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতে ঝড় বয়ে যাচ্ছে।
কিন্তু কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছে নাইটদের ব্য়াটিংয়ের সময়। ১৭.১ ওভারে ব্যাট করছিলেন রাসেল। বল হাতে ছিলেন আর্শদীপ সিং। তখন রাসেলের রান ১২ বলে ১৫। সেই সময় একটি পায়ের কাছে বল থার্ড ম্যানের দিকে মেরে চার করে দেন রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের সেই শট দেখে ধারাভাষ্যকর বলেন, 'রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে জেগে উঠলেন আন্দ্রে রাসেল। রবীন্দ্র সংগীতের মতই শটটাও দিলেন!'
রাসেলের ব্যাটিং আর রবীন্দ্র সংগীত দুটোর মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ সেটা সবাই জানে। স্বভাবতই ধারাভাষ্যকরের এমন মন্তব্যে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। কেউ কেউ বলেন, ক্রিকেটে নতুন শটের আবিষ্কার হল, রবীন্দ্র সংগীত শট।
একটা সময় কেকেআর বেশ বেকায়দায় ছিল। অর্শদীপ সিংদের দাপটে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল পঞ্জাব। তবে রাসেল ও রিঙ্কু সিংয়ের জুটি খেলার রাশ নিজেদের দিকে টেনে আনেন। রাসেল নিজে ২৩ বলে ৪৩ রানের ইনিংস খেলে গেলেও, রিঙ্কুকেই দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। তিনি যোগ করেন, "আমি জানতাম, রিঙ্কু শেষ পর্যন্ত ক্রিজে থাকলে আমাদের ম্যাচ জিতিয়ে দেবে। আমার তিন পয়েন্ট দরকার। ওকে সেটাই বলেছিলাম। সেটা শুনে রিঙ্কুর জবাব ছিল, 'বিগ ম্যান তুমি চিন্তা করো না। ম্যাচটা আমরাই জিতব।"
আরও পড়ুন: Rohit Sharma, IPL 2023: মানসিক চাপে ভুগছেন ফর্ম হারানো রোহিত! বোমা ফাটালেন বীরেন্দ্র শেহওয়াগ
নিজের ইনিংস সম্পর্কে রাসেল বলছিলেন, "জানতাম বোলাররা আমাকে অফস্টাম্পের অনেকটা বাইরে বোলিং করবে। সেটাকে কাউন্টার করার জন্যই আমি একটু বেশি অফস্টাম্পের ভিতরে ঢুকে দাঁড়িয়েছিলাম।" স্যাম কারেনকে ১৯তম ওভারে তিনটে ছয় মারার প্রসঙ্গে রাসেল বলে যান, তিনি শেষ ওভারে কোনওরকম ঝুঁকি নিতে চাইছিলেন না। বললেন, "জানতাম অর্শদীপ শেষ ওভারটা করবে। ডেথ ওভারে ও খুব ভালো বোলিং করে। সেখানে দুটো-তিনটে ডট বল হয়ে গেলেই চাপটা আমাদের উপর চলে আসত। তাই ঠিক করেছিলাম শেষ ওভারের জন্য যত কম রান রাখা যায়। সেটাই শুধু আমার মাথায় ঘুরছিল।"
সবমিলিয়ে রাসেল-রিঙ্কু জুটিতেই কেকেআর-এর কাছে প্লে অফ এখনও জীবিত। একইসঙ্গে ইডেনে গ্যালারি জুড়ে একটা সময় যেরকম, রিঙ্কু…রিঙ্কু শব্দব্রহ্ম চলছিল, যা দেখে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়ছিল নাইট বাহিনী। ম্যাচের সেরাও হয়েছেন রাসেল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)