জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত বছর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮ রানে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শুধু ব্যাটিং ব্যর্থতার জন্যই ঘরের নাইটদের হারতে হয়েছিল। তবে এবার হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে নামার আগে নীতীশ রানার দল তেতে রয়েছে। এর কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮১ রানে জয়। তবে গুজরাতের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য আরও একটি ফ্যাক্টরের উপর নির্ভর করছে নাইট টিম ম্যানেজমেন্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কেকেআর-এর বোলিং কোচ ভরত অরুণ বলেন, "আমাদের দলে তিন ক্রিকেটার আছে যারা আগেরবার গুজরাতে ছিল। তবে প্রতিটা দলেই এরকম আছে। প্রত্যেকেই এক অপরের সঙ্গে বা বিরুদ্ধে অনেক দিন ধরে খেলছে। তবে হ্যাঁ, ওরা থাকায় কিছুটা সুবিধা তো হবেই। ওদের কাছে অনেক খবর পেয়েছি। সেটা আমাদের প্রস্তুতিতে সাহায্য করেছে।" 


রহমানুল্লা গুরবাজ, লকি ফার্গুসন ও জেসন রয়, তিন জনই গত বার ছিলেন গুজরাতে। এ বার তাঁরা কলকাতায়। তার কি কোনও বাড়তি সুবিধা পাবে কেকেআর? গুজরাতের তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র গুরবাজই এবার দু’টি ম্যাচ খেলেছেন। ফার্গুসন এখনও সুস্থ কি না সেটা নিশ্চিত নয়। জেসন সবে দলে এলেও, খেলার মধ্যে রয়েছেন। তাই গুজরাতের বিরুদ্ধে প্রথম একাদশে থাকতে পারেন জেসন। রবিবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে নামতে পারেন ফার্গুসনও। 


আরও পড়ুন: Exclusive, Wriddhiman Saha: ক্রোড়পতি লিগে জোড়া নজির! তবুও নির্লিপ্ত থাকছেন 'টিম ম্যান' ঋদ্ধি


আরও পড়ুন: Suyash Sharma, KKR vs RCB: নাইট সংসারে ফের 'মিস্ট্রি স্পিনার'! অধিনায়কের অচেনা নতুন তারকা সুয়শ শর্মা কে?


এদিকে নাইট অধিনায়কের খারাপ ফর্ম নিয়ে ইতমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।  পঞ্জাব কিংসের (Punjab Kings) পর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Chellengers Bangalore)। দুটি ম্যাচেই ব্যাট হাতে 'সুপার ফ্লপ' নীতীশ রানা। আরসিবি-র (RCB) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ৮১ রানে জিতলেও, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নাইট অধিনায়কের আউট হওয়ার ধরন দেখে নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। 


বরং তাঁর পাশে দাঁড়িয়ে ভরত অরুণ বলেন, "আমার মনে হয় না কোনও সমস্যা আছে। নীতীশ নিজের ব্যাটিং নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ও খুব দ্রুত রানে ফিরবে।" এরপর তিনি ফের যোগ করেন, "নীতীশের বয়স কম। তবে ক্রিকেটের মাথা খুবই পরিষ্কার। আমার বিশ্বাস ওর নেতৃত্বে দল ভালো পারফরম্যান্স করবে।" 


তবে শুধু ব্যাটিং নয়, অধিনায়ক হিসেবেও দাগ কাটতে ব্যর্থ দিল্লির এই ক্রিকেটার। ভাগ্যিস বিরাট কোহলিদের বিরুদ্ধে মোক্ষম সময় শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিং ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন, নাহলে ঘরের মাঠেও হার ছিল শুধু সময়ের অপেক্ষা। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)