Shubman Gill, IPL 2023: দোষীদের শাস্তি হবেই! শুভমন-শানীলের পাশে দাঁড়াল দিল্লি মহিলা কমিশন
কয়েক সপ্তাহ আগে লখনউয়ে ম্যাচ দেখতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন শুভমনের বোন শানীল। সেই পোস্টটির কমেন্ট বক্সে গিয়ে নতুন করে আক্রমণ করা হয় শানীলকে। কোহলি ফ্যানরা নানা ভাবে খোঁচা দিতে থাকেন তাঁকে। তবে নেটিজেনদের একাংশ শুভমন ও শানীলের পাশে দাঁড়িয়ে সুর চড়ান।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুভমন গিল (Shubman Gill) ও তাঁর বোন শানীলকে (Shahneel Gill) সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা নিয়ে এবার সরব দিল্লি মহিলা কমিশন (Delhi Commission For Women)। দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান (Delhi Commission For Women Chief) স্বাতি মালিওয়াল (Swati Maliwal) দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে সরব হলেন। এই বিষয়ে টুইটও করেছেন স্বাতি মালিওয়াল।
তিনি টুইট করে লিখেছেন, 'যে বা যারা শুভমন গিলের বোনকে ট্রোল করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছি। এর আগে বিরাট কোহলির কোলের মেয়েকে নিয়েও অশালীন মন্তব্য করা হয়েছিল। তবে এবার কিন্তু দিল্লি মহিলা কমিশন চুপ থাকবে না। এমন ন্যক্কারজনক ঘটনা আমরা মেনে নেব না।'
— Swati Maliwal (@SwatiJaiHind) May 22, 2023
কিন্তু কেন ট্রোল হলেন শুভমন ও তাঁর বোন শানীল?
বিরাট কোহলির (Virat Kohli) ৬১ বলে অপরাজিত ১০১ রানের পালটা। শুভমনের ৫২ বলে অপরাজিত ১০৪ রানের সৌজন্যে ৬ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আর এই জয়ের জন্যই চলতি আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছে তারকাখচিত আরসিবি (RCB)। ফ্যাফ ডু'প্লেসির (Faf du Plessis) দলের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংসের জন্য এবার সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকার হলেন শুভমন ও তাঁর বোন শানীল (Shahneel Gill)। দু'জনকেই ট্রোল হতে হল।
Look at the tweets today for Shubhman Gill and his sister. Man this is why I hated when Kohli - Anushka pardoned that "IIT graduate" who gave rape threat to vamika. Some of these guys need to be behind bars and careers ruined. He should have been made an example to stop all this.
(@CaughtAtGully) May 21, 2023
— Karthick Shivaraman (Imagine NO Blue tick Here) (@iskarthi_) May 21, 2023
কয়েক সপ্তাহ আগে লখনউয়ে ম্যাচ দেখতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন শুভমনের বোন শানীল। সেই পোস্টটির কমেন্ট বক্সে গিয়ে নতুন করে আক্রমণ করা হয় শানীলকে। কোহলি ফ্যানরা নানা ভাবে খোঁচা দিতে থাকেন তাঁকে। তবে নেটিজেনদের একাংশ শুভমন ও শানীলের পাশে দাঁড়িয়ে সুর চড়ান। বলে দেন, নিজের দলের জন্য ভাল পারফর্ম করাটা তো আর অপরাধ নয়। আর এক্ষেত্রে শুভমানের বোনকে টেনে আনার কোনও যুক্তিই হয় না। কেউ কেউ বলছেন, খেলা দেখার ক্ষেত্রে স্পোর্টসম্যানশিপ দেখানোই উচিত।
অনেকের মতে, শুভমন দেশের ভবিষ্যৎ। তাই কোহলি বেরিয়ে গিয়েছেন বলে তাঁকে এবং তাঁর পরিবারকে এভাবে কটাক্ষ করা একেবারেই ঠিক নয়। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত শুভমান কিংবা তাঁর বোন কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এবার কিন্তু তাঁদের পাশে দাঁড়িয়েছে দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতি মালিওয়াল।