আইপিএলে ধোনিকে টেক্কা দিচ্ছেন অশ্বিন

আইপিএলে ধোনিকে টেক্কা দিচ্ছেন অশ্বিন। ধোনি নয় রাহানে, অশ্বিনদের চাহিদা বেশি। পনেরোই ডিসেম্বর মুম্বইতে হবে আইপিএলের প্লেয়ার্স ড্রাফটিং।

Updated By: Dec 13, 2015, 10:27 PM IST
আইপিএলে ধোনিকে টেক্কা দিচ্ছেন অশ্বিন

ওয়েব ডেস্ক: আইপিএলে ধোনিকে টেক্কা দিচ্ছেন অশ্বিন। ধোনি নয় রাহানে, অশ্বিনদের চাহিদা বেশি। পনেরোই ডিসেম্বর মুম্বইতে হবে আইপিএলের প্লেয়ার্স ড্রাফটিং।

আইপিএল প্লেয়ার্স ড্রাফটিংয়ে দরে মহেন্দ্র সিং ধোনিকে টেক্কা দিতে পারেন অজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথ ও অশ্বিন। পুণে ভীষণভাবে চাইছে ধোনিকে। তবে রাজকোট অতটা ইচ্ছুক নয়। রাজকোট অজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথ ও অশ্বিনকে পেতে মরিয়া। চাপে পড়ে অশ্বিনদের পেতে মরিয়া হয়ে উঠেছে পুণেও। ফলে ড্রাফটিংয়ে চরচর করে দর উঠতে পারে স্মিথদের। পনেরোই ডিসেম্বর মুম্বইতে হবে আইপিএলের প্লেয়ার্স ড্রাফটিং। এই ড্রাফটিংয়ে অংশ নেবে আইপিএলের নতুন দুই দল পুণে ও রাজকোট।

.