৩৮ বছর পর উঠল নিষেধাজ্ঞা! পুরুষের খেলায় প্রবেশাধিকার পেল ইরানি প্রমিলারা

ধর্ম আর আবেগকে একসূত্রে বেঁধে দিয়েছে ইরান সরকার... 

Updated By: Jun 22, 2018, 10:29 AM IST
৩৮ বছর পর উঠল নিষেধাজ্ঞা! পুরুষের খেলায় প্রবেশাধিকার পেল ইরানি প্রমিলারা

নিজস্ব প্রতিবেদন: নয়া দৃষ্টান্ত গড়লেন ইরানের মহিলারা। রাশিয়া বিশ্বকাপে ইরানের জয়ের পর সব ফতোয়া সরিয়ে বোরখা ছাড়াই কাজানের রাস্তায় আনন্দে মাতলেন ইরানের মহিলারা।

আরও পড়ুন- মেসির পরাজয়ে কেঁদে ভাসালেন মারাদোনা

ফুটবল উন্মাদনার হাতিয়ার। ফুটবল মেলবন্ধনের সেতু। তেমনি ফুটবলই পারে ধর্ম আর আবেগকে একসূত্রে বেঁধে দিতে। যেটা দেখা গেল রাশিয়া বিশ্বকাপে কাজান শহরের রাস্তায়। গত শুক্রবার ইরান মরক্কোকে হারিয়া দেওয়ার পর বুধবার স্পেন-ইরান ম্যাচে কাজান স্টেডিয়ামে হাজির ছিল বহু ইরানি মহিলা। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, স্পোর্টসওম্যান স্পিরিট দেখিয়ে কাজানের রাস্তায় আনন্দে মাতল বোরখাহীন ইরানের মহিলা সমর্থকরা ।

ইসলামিক দেশগুলোতে পুরুষদের খেলায় মহিলাদের প্রবেশ ভীষণভাবে নিষিদ্ধ। কিন্তু ইরান বিশ্বকাপ খেলছে। তাই সেই বাধাকে দূরে সরিয়ে ধর্ম আর আবেগকে একসূত্রে বেঁধে দিয়েছে ইরান সরকার। এই প্রথম খোলা রাস্তায় বোরখাহীন ইরানের মহিলা আনন্দে মেতে ওঠেন।

.