Indian T20I Team: গম্ভীরের দলে চর্চায় এই ক্রিকেটার, তিনিই পাবেন 'বাড়তি অ্যাডভান্টেজ'! বোঝালেন পাঠান

Irfan Pathan Syas This Player Will Get Extra Advantage in Indian T20I Team: গম্ভীরের দলে চর্চায় রয়েছেন এই ক্রিকেটার। আগামী দিনে তিনিই পাবেন একাধিক সুযোগ। কিন্তু কেন? বুঝিয়ে দিলেন ইরফান পাঠান।

Updated By: Jul 29, 2024, 02:31 PM IST
Indian T20I Team: গম্ভীরের দলে চর্চায় এই ক্রিকেটার, তিনিই পাবেন 'বাড়তি অ্যাডভান্টেজ'! বোঝালেন পাঠান
রিয়ান পরাগে মোহিত ইরফান পাঠান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ আইতে (Sri Lanka vs India, 1st T20I) বেঞ্চে বসার পর, সঞ্জু স্যামসন (Sanju Samson) গত রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে (Sri Lanka vs India, 2nd T20I) ভারতীয় দলে ফেরেন। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে স্যামসন অবশ্য গোল্ডেন ডাক হয়ে ফেরেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক, যিনি সাধারণত আইপিএলে (IPL) তিন বা চার নম্বরে ব্যাট করেন, তাঁকে ওপেন করতে পাঠানো হয়েছিল শুভমন গিলের (Shubman Gill) পরিবর্তে। শুভমন ঘাড়ের খিঁচুনিজনিত কারণে বাদ পড়ায়, স্যামসনকে শুরুতেই পাঠানো হয়েছিল। তাঁকে ওই ভূমিকায় দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। যদিও প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত মাত্র দুটি ম্যাচ খেলেছে। দলের গঠনতন্ত্রে শুরুতেই ছাপ রেখেছেন তিনি। বিশেষ করে রিয়ান পরাগের (Riyan Parag) ভূমিকা নিয়ে চর্চা হচ্ছে। 

আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের, পাল্লেকেলেতে বৃষ্টিতেও জ্বলল সূর্যবাহিনী

রিয়ানকে প্রকৃত অলরাউন্ডার হিসেবে দেখছেন জিজি। বলেই দিয়েছেন যে, বলটাও করতে হবে। রিয়ান কিন্তু নতুন দায়িত্বে দারুণ ছাপ রেখেছেন। দুই ম্যাচেই ছাপ রেখেছেন। প্রথম ম্য়াচে তিন উইকেট তুলে, দ্বীপরাষ্ট্রের মিডল অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন রিয়ান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) জানিয়েছেন যে, আগামী দিনে গম্ভীরের দলে রিয়ানই পাবেন 'বাড়তি অ্যাডভান্টেজ'! কারণ পয়েন্ট ধরে বোঝালেন পাঠান। তিনি লেখেন, 'আপনারা দেখবেন যে, বল করার ক্ষমতার জন্য়ই রিয়ান আগামী দিনে অনেক সুযোগ পাবে। আমাদের দেশে খুব কম টপ-অর্ডার ব্য়াটারই আছে, যারা হাত ঘোরাতে পারে। ফলে রিয়ান বাড়তি অ্যাডভান্টেজ পাবে। তা একদম ঠিক সিদ্ধান্তই হবে।' রিয়ান সুযোগের রীতিমতো সদ্ব্যবহার করেছেন। বুঝিয়ে দিয়েছেন যে, তাঁকে আগামী দিনে ভারতেই দলে নিয়মিতই দেখা যাবে।আগামী মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ম্য়াচ খেলবে। ভারত চাইবে দ্বীপরাষ্ট্রকে হোয়াইটওয়াশ করে ওডিআই সিরিজ খেলতে।

আরও পড়ুন: শুভেচ্ছার সুনামিতেও নজর কাড়লেন তিনি, ১০০ সেঞ্চুরির মালিক কী বললেন মনুকে?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.