TMC Candidtae List | Irfan Pathan: লোকসভা ভোটে প্রার্থী দাদা ইউসুফ, এক্স হ্যান্ডেলে আবেগী পোস্ট ইরফানের!
তৃণমূলের হাত ধরেই রাজনীতির আঙ্গিনায় পা রাখলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী তিনি। রাজনৈতিক মহলে মতে, সংখ্যালঘু আবেগকে কাজে লাগিয়ে অধীরকে কঠিন চ্যালেঞ্জের ফেলতে পারেন ইউসুফ! 'আমি নিশ্চিত, একবার যদি রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হও, তাহলে মানুষের দৈনন্দিন জীবনে সত্যিকারের বদল আনবে', এক্স হ্যান্ডেলে লিখলেন তাঁর ভাই ইউসুফ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ক্রিকেট ছেড়ে এবার রাজনীতিতে। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। 'আমি নিশ্চিত, একবার যদি রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হও, তাহলে মানুষের দৈনন্দিন জীবনে সত্যিকারের বদল আনবে', এক্স হ্যান্ডেলে পোস্ট দিলেন তাঁর ভাই ইরফান পাঠান।
বাংলায় জোট-জল্পনায় ইতি। ব্রিগেডে সভা থেকে একে একে ৪২ আসনেই তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এরপর যাঁরা প্রার্থী হলেন, তাঁরা মঞ্চে উঠলেন মঞ্চে এবং দলনেত্রীর পিছন পিছন হাঁটলেন ব়্যাম্পে।
এদিকে তৃণমূলের হাত ধরেই রাজনীতির আঙ্গিনায় পা রাখলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী তিনি। রাজনৈতিক মহলে মতে, সংখ্যালঘু আবেগকে কাজে লাগিয়ে অধীরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন ইউসুফ!
Your patience, kindness, help to the needy and service to people even without an official position can be easily noticed. I am confident that once you step into a political role, you will truly make a difference in the daily lives of people @iamyusufpathan
— Irfan Pathan (@IrfanPathan) March 10, 2024
যখন খেলতেন, তখন ঝোড়ো ব্য়াটিংয়ের জন্য পরিচিত ছিলেন ইউসুফ। আবার প্রয়োজনের অফ-স্পিনে তুলে নিতে উইকেটও। দেশের জার্সিতে ওয়ানডে ও টি-২০ ফরম্য়াট মিলিয়ে করেছেন হাজারের উপর রান। এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের সঙ্গে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপও জিতেছেন ইউসুফ পাঠানের দাদা। ২০১১-২০১৭ পর্যন্ত আইপিএল খেলেছেন কলকাতার দল কেকেআরের হয়েই। শহরের ফ্র্যাঞ্চাইজিকে দিয়েছেন জোড়া আইপিএল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)