Yuvraj Singh | Irfan Pathan: 'ওয়ানডে ক্রিকেট কি মৃত্যুর পথে?', যুবির প্রশ্নে পাঠানের উত্তর ভাইরাল!

Irfan Pathan's Reply To Yuvraj Singh's Is ODI Dead: যুবরাজ সিং ভারত-শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে ম্যাচ দেখতে দেখতে, এক আশঙ্কার কথা শুনিয়ে ছিলেন, অর্ধেক ফাঁকা মাঠ দেখে যুবির মনে হয়েছিল যে, ধীরে ধীরে ওয়ানডে ক্রিকেট মৃত্যুর পথে। এরপর ইরফান পাঠান এসে এমন এক কথা বলে দেন, তা নিয়েই শুরু হয়ে যায় চর্চা।

Updated By: Jan 16, 2023, 10:12 PM IST
Yuvraj Singh | Irfan Pathan: 'ওয়ানডে ক্রিকেট কি মৃত্যুর পথে?', যুবির প্রশ্নে পাঠানের উত্তর ভাইরাল!
যুবরাজ-পাঠানের কথোপকথন ভাইরাল

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট কি মৃত্যুর পথে?' চিন্তিত হয়ে ট্যুইটারে প্রশ্ন করেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অলরাউন্ডারের প্রশ্ন শুনে দারুণ পরামর্শ দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান (Irfan Pathan)। পাঠানের উত্তর এখন ভাইরাল হয়ে গিয়েছে। শ্রীলঙ্কাকে ঘরে ডেকে (IND vs SL) হেলায় হারিয়েছে ভারত। তিন ম্য়াচের টি-২০ সিরিজের পর ওয়ানডে সিরিজেও ভারত প্রতিবেশী রাষ্ট্রকে চুনকাম করেছে। রবিবার অর্থাৎ গতকাল সিরিজের তৃতীয় ও তথা নিয়মরক্ষার ম্য়াচে রোহিত শর্মার (Rohit Sharma) ব্রিগেড ৩১৭ রানে জিতেছে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সব চেয়ে বড় ব্যবধানে জয়ের ইতিহাস লিখেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অলআউট হয়ে যায়। ডেড রাবারে শুভমান গিল (৯৭ বলে ১১৬) ও বিরাট কোহলিরা (১১০ বলে ১৬৬) শ্রীলঙ্কার বোলারদের ক্লাব স্তরে নামিয়ে এনে, ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন মনের আনন্দে।

আরও পড়ুনRishabh Pant: ভয়ংকর দুর্ঘটনার ১৭ দিন পর এল প্রথম প্রতিক্রিয়া! বিরাট বার্তা দিলেন ঋষভ পন্থ

তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে সেভাবে দর্শকই আসেননি। অর্ধেক ফাঁকা মাঠেই খেলা হয়েছে। কোহলি-শুভমানদের ব্যাটিং দেখে যুবরাজের মনেই হয়েছিল যে, সিনিয়র-জুনিয়র মিলে দারুণ কিছু করতে চলেছেন। এর সঙ্গেই যুবরাজ এত কম সংখ্যক দর্শক দেখেও চিন্তিত হয়ে গিয়েছিলেন। যুবরাজ লেখেন, 'দারুণ খেললে শুভমান। আশা করি তুমি ১০০ করবে। অন্য প্রান্তে কোহলিকে দেখেও সলিড লাগছে। তবে আমার চিন্তা এক জায়গায়। অর্ধেক স্টেডিয়াম দেখছি। ওয়ানডে ক্রিকেট কি মৃত্যুর পথে?' এরপরই পাঠান লেখেন, 'ভাই প্যাড পরে নাও, জনতা চলে আসবে।' পাঠানের উত্তর দেখে নেটিজেনরা ফের একবার নস্ট্যালজিক হয়ে গিয়েছেন। যাঁরা যুবরাজের খেলা দেখেছেন, তাঁরাই জানেন যে, কোন পর্যায়ের তাণ্ডবটাই না তিনি বাইশ গজে করতেন। যুবরাজের ব্যাটিং দেখতেই যে এক সময় মানুষ মাঠ ভরাতেন তাই নিয়ে কোনও সন্দেহ নেই। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.