ISL 2020-21: কবে শুরু সুপার লিগ, দিনক্ষণ জানাল আইএসএল কর্তৃপক্ষ
আইএসএল শুরুর দিন পিছোচ্ছে না।
নিজস্ব প্রতিবেদন : ২০২০-২১ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে পারে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে এমনটাই জানিয়েছিল এফএসডিএল। কিন্তু করোনা আবহে বিদেশি কোচ এবং ফুটবলারদের এ দেশে আসতে দেরি হতে পারে। পাশাপাশি ভারতে এসে ১৪দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে সকলকেই। সবদিক বিবেচনা করে আইএসএল সপ্তাহ দুয়েক পিছিয়ে যেতে পারে এমনটা শোনা গিয়েছিল।
#HeroISL 2020-21 - Mark your
Less than a month to go pic.twitter.com/JUVTA3Svrq
— Indian Super League (@IndSuperLeague) October 21, 2020
কিন্তু শেষমেশ তেমনটা হচ্ছে না। আইএসএল শুরুর দিন পিছোচ্ছে না। ২০ নভেম্বর গোয়ার মাটিতে আইএসএলের ঢাকে কাঠি পড়তে চলেছে। বুধবার টুর্নামেন্ট শুরুর দিন ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়া পেজে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১১ দল নিয়ে এবারের আইএসএল। তবে সূচি এখনও ঘোষণা করা হয়নি।
It's that time of the year when we go, 'come on India, let's football!' coz the #HeroISL is back with all its excitement and breathtaking action!
Are you ready for the fever?
Nov 20, 7:30 PM onwards | Star Sports Network, Disney+Hotstar VIP & Jio TV pic.twitter.com/6m8kIA1gAx
— Star Sports Football (@StarFootball) October 21, 2020
২০ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে আইএসএল। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার ভিআইপি এবং জিও টিভিতে।
আরও পড়ুন- IPL 2020: ট্রফি জিতলেই রজনীকান্তের সঙ্গে লাঞ্চ করাবেন দলকে, প্রতিশ্রুতি কিং খানের