Kolkata Derby: বড় ম্যাচে যুবভারতীর রং কী হবে! লাল-হলুদ না সবুজ-মেরুন?
Mohun Bagan vs East Bengal: আজ যুবভারতীতে মহাযুদ্ধ। আইএসএলের প্রথম ডার্বিতে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। বড় ম্যাচের আগে চনমনে মেজাজে দুই শিবিরই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড ও সুপার কাপ গিয়েছে সবুজ-মেরুন ও লাল-হলুদে। শনিবার সন্ধ্যায় আইএসএলের প্রথম ডার্বিতে যুবভারতীতে মুখোমুখি সেই মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। বড় ম্যাচের আগে চনমনে মেজাজে রয়েছে দুই শিবিরই। সুপার কাপ জয়ের এক সপ্তাহের মধ্যেই যুবভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এ বার সবুজ-মেরুন শিবির অনেক গোছানো।
আরও পড়ুন, Kolkata Derby: 'নন্দ কী করেছে জানি না' কেন চটলেন বাগান অধিনায়ক! কী প্রশ্ন করা হয়েছিল?
ভারতীয় দল ফেরত সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলিরা এসে গিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাসের দলে। আইএসএলের ডার্বিতে কখনও হারেনি সবুজ-মেরুন শিবির। একই সঙ্গে আন্তোনিও লোপেজ হাবাসও কখনও হারেননি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সে কারণেই বোধহয় ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে আত্মবিশ্বাসী হাবাস, বলছেন জিততেই নামব।
অন্যদিকে, এই ম্যাচের আগেই ইস্টবেঙ্গল ছেড়ে গিয়েছেন বোরহা, সিভেরিওরা। কার্ড সমস্যায় নেই সৌভিক চক্রবর্তীও। তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের স্পেনীয় কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন, ম্যাচ জিততেই নামবে ইস্টবেঙ্গল। যদিও বড় ম্যাচের আগে নিজেদের ফেভারিট বলতে নারাজ ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা। ক্লেটনের বিপক্ষ তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ক্লাবের অধিনায়ক শুভাশিস বসু যদিও ফুটছেন ডার্বি ম্যাচের আগে।
শনিবারের সন্ধ্যায় কলকাতা গমগম করবে ঘটি-বাঙালের দ্বৈরথে। ইলিশ বনাম চিংড়ির মর্যাদার লড়াইয়ে শেষ হাসি কাদের মুখে থাকে, তা জানতেই মুখিয়ে খেলার শহর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)