আইএসএল:সর্বোচ্চ ২০ কোটি টাকা খরচ করতে পারবে একটি ফ্রাঞ্চাইজি
ইন্ডিয়ান সুপার লিগের জন্য নিয়মের বেশ কয়েকটা পরিবর্তন করল আইএসএলের গর্ভনিং কাউন্সিল। প্রতিটা ফ্রাঞ্চাইজির জন্য বেঁধে দেওয়া হল স্যালারি ক্যাপ। এবার থেকে প্রতিটা দল কুড়ি কোটি টাকা খরচ করতে পারবে। একই সঙ্গে ফ্রাঞ্চাইজিরা নিজেদের মতো করে বিদেশি ও ঘরোয়া ফুটবলারদের দলে নিতে পারবে।
ওয়েব ডেস্ক:ইন্ডিয়ান সুপার লিগের জন্য নিয়মের বেশ কয়েকটা পরিবর্তন করল আইএসএলের গর্ভনিং কাউন্সিল। প্রতিটা ফ্রাঞ্চাইজির জন্য বেঁধে দেওয়া হল স্যালারি ক্যাপ। এবার থেকে প্রতিটা দল কুড়ি কোটি টাকা খরচ করতে পারবে। একই সঙ্গে ফ্রাঞ্চাইজিরা নিজেদের মতো করে বিদেশি ও ঘরোয়া ফুটবলারদের দলে নিতে পারবে।
৮টি ফ্রাঞ্চাইজি যে সব ফুটবলারদের ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে তাদের অন্য ফ্রাঞ্চাইজি নিতে পারবে এপ্রিল মাসের মধ্যে। যার ফলে এবার ফুটবলারদের ড্রাফট সিস্টম কার্যত গুরুত্বহীণ হয়ে পরল। একই সঙ্গে নতুন নিয়ম অনুযায়ী ফ্রাঞ্চাইজিদের দুজন করে অনুর্ধ ২৩ ফুটবলার নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে এই প্রথম ফুটবলার নিলাম শুরু করা হচ্ছে। প্রথম আইএসএলে জাতীয় দলের যে সব ফুটবলাররা খেলতে পারেননি তাদের নিলামের মাধ্যমে নিতে পারবে দলগুলো।