চোট আর হোঁচটে নাকাল ইটালি। রোনাল্ডো নেই, জয় নেই পর্তুগালের

চোট আর হোঁচটে নাকাল ইটালি। রোনাল্ডো নেই, জয় নেই পর্তুগালের

Updated By: Jun 1, 2014, 02:24 PM IST

----------------------------------------

ইটালি (০) আয়াল্যান্ড (০)
পর্তুগাল (০) গ্রিস (০)
নেদারল্যান্ডস (১) ঘানা (০)

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ইটালি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে বড়সড় চোট পেলেন নির্ভরযোগ্য মিডফিল্ডার রিকার্ডো মন্টোলিভো। এর জেরে বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানেক আগে ছিটকে গেলেন সিজার প্রানদেলির তাস মন্টোলিভো। বিশ্বকাপে প্রথম একাদশে এসি মিলানের অধিনায়ককে শুরু থেকেই খেলাবেন বলে জানিয়ে দিয়েছিলেন প্রানদেলি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৮মিনিটে আলেক্সে পিরিজের সঙ্গে সংঘর্ষের পর মাঠে যন্ত্রণায় কাতরাতে থাকেন মন্টোলিভো। উদ্বেগে মাঠে ঢুকে পড়েন কোচ প্রানদেলি। কিছুক্ষণই পরেই জানা যায় ব্রাজিল বিশ্বকাপে আর কেলা হচ্চে না মন্টোলিভো। চোট বেদনার ম্যাচে ইটালি গোলশূন্য ড্র করল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আর দু সপ্তাহ পরেই ব্রাজিলে বিশ্বকাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে নামবে ইটালি। প্রতিপক্ষ ইংল্যান্ডর

এদিকে, গ্রিসের বিরুদ্ধে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নামালেন না পর্তুগালের কোচ পাওলো বেন্তো। রোনাল্ডোহীন পর্তুগাল গ্রিসের বিরুদ্ধে ম্যাচ জিততে পারল না। সিআরসেভেন-এর অনুপস্থিতিতে কোনও গোল করতে পারল না পর্তুগিজরা।

ইউরোপের দুই বড় শক্তি পর্তুগাল,ইটালি আটকে গেলেও ঘানার বিরুদ্ধে জয় পেল নেদারল্যান্ডস।

এদিদেক, চোট সারিয়ে ওঠায় লুইস সুয়ারেজকে দলে রাখল উরুগুয়ে।

.