IPL 2020: অফ ফর্মে ধোনি! মাহির পাশেই দাঁড়াচ্ছেন মহারাজ

সিএসকে অধিনায়কের পাশেই দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দিলেন ফর্মে ফেরার টোটকাও।

Updated By: Sep 29, 2020, 07:28 PM IST
IPL 2020: অফ ফর্মে ধোনি! মাহির পাশেই দাঁড়াচ্ছেন মহারাজ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: জয় দিয়ে আমিরশাহি আইপিএলে অভিযান শুরু করলেও পর পর দুই ম্যাচ হেরে বেশ খানিকটা ব্যাকফুটে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে অধিনায়ক ধোনির ব্যাটে রান নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আইপিএলে এখনও চেনা মেজাজে পাওয়া যায়নি মাহিকে। তার ওপর ব্যাটিং অর্ডারে এত নিচের দিকে নামছেন ধোনি। যা নিয়ে সমালোচনা চলছেই। সিএসকে অধিনায়কের পাশেই দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দিলেন ফর্মে ফেরার টোটকাও।

৪৩৬ দিন পর বাইশ গজে নেমে আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সাত নম্বরে নেমে মাত্র দুটি বল খেললেও রানের খাতা খোলেননি মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও সাত নম্বরে নামেন ধোনি। ১৭ বলে ২৯ রান করলেও দলকে জেতাতে পারেননি মিস্টার ফিনিশার। তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে নিজেকে একধাপ ওপরে ছয় নম্বরে তুলে আনলেও ১২ বলে ১৫ রান করেন ধোনি। ম্যাচ জেতাতে পারেননি মাহি।

ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে টিপস দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।  কোনওরকম রাখঢাক না রেখেই সৌরভ বলেন, " আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখনও ধোনিকে আগে নামিয়েছি । পরে কমেন্ট্রি করতে গিয়েও বলেছি । চার নম্বর ধোনির আসল জায়গা। এখনও সেই বিশ্বাসই আছে। আসলে প্রায় দেড় বছর পর আবার মাঠে নেমেছে ধোনি।  শুরুর দিকে একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছে।"

 

আরও পড়ুন - ধোনির বিদায়ী ম্যাচ নিয়ে সৌরভের প্রতিক্রিয়া, "ওর জন্য সব কিছু করা সম্ভব"

 

.