বিজেন্দ্রর পর বক্সিংয়ে জয় পেলেন জয় ভগবান

অলিম্পিকে বক্সিংয়ে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ভারতের। শনিবার বক্সিংয়ে গ্রুপ লিগে বিজেন্দ্র সিংয়ের জয়ের পর রবিবার বক্সিংয়ে ভারতকে জয় এনে দিলেন জয় ভগবান। ৬০ কেজি লাইট ওয়েট বিভাগে সেশেলসের প্রতিদ্বন্দ্বি অ্যান্ড্রিকুইকে হারিয়ে দেন ভারতের এই বক্সার।

Updated By: Jul 29, 2012, 09:07 PM IST

অলিম্পিকে বক্সিংয়ে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ভারতের। শনিবার বক্সিংয়ে গ্রুপ লিগে বিজেন্দ্র সিংয়ের জয়ের পর রবিবার বক্সিংয়ে ভারতকে জয় এনে দিলেন জয় ভগবান। ৬০ কেজি লাইট ওয়েট বিভাগে সেশেলসের প্রতিদ্বন্দ্বি অ্যান্ড্রিকুইকে হারিয়ে দেন ভারতের এই বক্সার। ৩ রাউন্ডের খেলার পর জয় ভাগবানের পক্ষে বাউটের ফল ১৮-৮।  

অলিম্পিকের দ্বিতীয় দিনে ভারত হতাশাজনক ভাবে শুরু করলেও দিনের শেষে দেশবাসীর মুখে কিছুটা হাসি ফোটান বিজেন্দ্র সিং। শনিবার দিনের শুরুতে সাড়া জাগিয়েও বিদায় নিতে হয় ভারতের প্রতিভাবান বক্সার শিবা থাপাকে। অলিম্পিকে ভারতীয় বক্সিং দলের কাছে এই ধাক্কা খানিকটা সামাল দিলেন বক্সার বিজেন্দ্র সিং। বক্সিংয়ে পুরুষদের ৭৫ কেজি বিভাগে প্রথম রাউন্ডের বাধা টপকান বিজেন্দ্র।
দিনের শেষে পুরুষদের মিডল ওয়েট বক্সিং বা ৭৫ কেজি বিভাগে প্রথম রাউন্ডের বাধা টপকালেন বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র। হারালেন কাজাকিস্তানের বক্সার সুজাহানোভকে। বিজেন্দ্রর পক্ষে খেলার ফল ১৪-১০। আগামী ২ অগাস্ট প্রি-কোয়ার্টারে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেরেল গউসার বিরুদ্ধে নামছেন বিজেন্দ্র। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী, লন্ডন অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার হরিয়ানার বিজেন্দ্রই এখন ভরসা জোগাচ্ছেন বক্সিংয়ে পদক জয়ের।

.