জাপানি বোমায় 'জখম' হতে পারেন বোল্ট!

উসেইন বোল্টকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন জাপানি বোমা নামে পরিচিত ইয়োশিহিদে কিরিউ। এশিয়ার দ্রুততম স্প্রিন্টার তিনি। এবছর জুনে নিউ ইয়র্কে ডায়মন্ড লিগে বোল্টকে চ্যালেঞ্জ জানাবেন কিরিউ। এবছর মার্চে টেক্সাসে ১০০ মিটার রেস ৯.৮৭ সেকেন্ডে পূর্ণ করেন তিনি। তারপরই এশিয়ার দ্রুততম স্প্রিন্টারের খেতাব পান কিরিউ।

Updated By: Apr 27, 2015, 07:13 PM IST
জাপানি বোমায় 'জখম' হতে পারেন বোল্ট!

ওয়েব ডেস্ক: উসেইন বোল্টকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন জাপানি বোমা নামে পরিচিত ইয়োশিহিদে কিরিউ। এশিয়ার দ্রুততম স্প্রিন্টার তিনি। এবছর জুনে নিউ ইয়র্কে ডায়মন্ড লিগে বোল্টকে চ্যালেঞ্জ জানাবেন কিরিউ। এবছর মার্চে টেক্সাসে ১০০ মিটার রেস ৯.৮৭ সেকেন্ডে পূর্ণ করেন তিনি। তারপরই এশিয়ার দ্রুততম স্প্রিন্টারের খেতাব পান কিরিউ।

ডায়মন্ড লিগে তিনি বোল্টকে হারিয়ে দেবেন বলে আত্মবিশ্বাসী ১৯ বছরের এই জাপানি স্প্রিন্টার। ২০০৯ সালে একশো মিটার রেস নয় দশমিক পাঁচ আট সেকেন্ডে শেষ করে রেকর্ড গড়েছিলেন বোল্ট। সেই রেকর্ড আজও অক্ষত। এবার দেখার বিষয় কিরিউ সেই রেকর্ড ভাঙতে পারেন কি না?

 

.