রজনীকান্তের কাছে ট্রেনিং শুরু করলেন বুমরাহ!
সাধারণভাবে দেখা যায়, রিহ্যাবের সময় এনসিএ-তেই প্রস্তুতি নেন ক্রিকেটারেরা।
নিজস্ব প্রতিবেদন : ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA)তে নয় ব্যক্তিগত উদ্যোগে এমসিএ-তে প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। ব্যক্তিগত উদ্যোগে মুম্বইতে রজনীকান্তের কাছে ট্রেনিং শুরু করলেন ২৫ বছর বয়সী পেসার।
সাধারণভাবে দেখা যায়, রিহ্যাবের সময় এনসিএ-তেই প্রস্তুতি নেন ক্রিকেটারেরা। কিন্তু বুমরাহ ব্যক্তিগত উদ্যোগে রজনীকান্ত শিবাঙ্গনামের কাছে ট্রেনিং করছেন মুম্বইতে। আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকলেও রজনীকান্ত ব্যক্তিগত ভাবেও খেলোয়াড়দের সঙ্গে কাজ করে থাকেন। দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, "আইপিএল যখন চলে না, তখন রজনীকান্ত কারোর সঙ্গে ব্যক্তিগত ভাবে কাজ করতেই পারেন। এটা তাদের দুজনের বিষয়।" ট্রেনিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করেন বুমরাহ।
Ready to jump into this week like. #MondayMotivation pic.twitter.com/zpxsaXIKwm
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) December 2, 2019
ক্যারিবিয়ান সফরে চোট পান বুমরাহ। তাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দলে নেই তিনি। চোট সারিয়ে এবার প্রস্তুতি শুরু করে দিলেন বুমরাহ। নতুন বছরে নিউ জিল্যান্ড সফরে ফের জাতীয় দলে ফিরতে পারেন জশপ্রীত।
আরও পড়ুন- মহারাজের বায়োপিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে হৃত্বিক?