Annu Rani : স্বপ্নভঙ্গ, সাত নম্বরে শেষ করলেন অন্নু রানি
এই নিয়ে টানা দু’বার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছিলেন অন্নু। এর আগে ২০১৯ সালে দোহাতে ফাইনালে গিয়েছিলেন তিনি। তবে দু'বারই সোনা অধরা থেকে গেল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। তবে পারলেন না অন্নু রানি (Annu Rani)। শেষ পর্যন্ত চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) মহিলাদের ফাইনালে সাত নম্বরে থামলেন এই জ্যাভলিন থ্রোয়ার (Javelin Throw)। ফাইনালে এই ভারতীয় অ্যাথলিটের (Indian Athlete) সেরা পারফরম্যান্স ৬১.১২ মিটার। ছ’টি চেষ্টার মধ্যে দ্বিতীয় চেষ্টায় সবথেকে বেশি দূরত্বে জ্যাভলিন ছোড়েন অন্নু।
অনেক আশা জাগিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন অন্নু। কিন্তু প্রত্যাশা পুরণ করতে তিনি ব্যর্থ হলেন। ৬৬.৯১ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেলসি-লি বারবের। ৬৪.০৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন আমেরিকার কারা উইঙ্গার। ৬৩.২৭ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন জাপানের হারুকা কিতাগুচি। সেখানে অন্নুর কেরিয়ারে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স ৬৩.৮২ মিটার।
এই নিয়ে টানা দু’বার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছিলেন অন্নু। এর আগে ২০১৯ সালে দোহাতে ফাইনালে গিয়েছিলেন তিনি। তবে দু'বারই সোনা অধরা থেকে গেল।
আরও পড়ুন: Ajinkya Rahane : দ্বিতীয়বার বাবা হতে চলেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার
আরও পড়ুন: Afghanistan Cricket: ২০১০-এ ইংরেজদের অ্যাশেজ জয়ের এই নায়ক এবার নবি-রশিদদের দায়িত্বে