Jaydev Unadkat | IND vs BAN: ১২ বছর পর ভারতীয় দলে ফিরলেন স্বামী! চোখ ভেজাল গর্বিত স্ত্রীর আবেগি পোস্ট

Jaydev Unadkat: ২০১০ সালে শেষবার টেস্ট খেলেছিলেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত ওই একটিই টেস্ট খেলার নজির। জয়দেব ১২ বছর পর ফের জাতীয় দলে ফিরলেন। তাঁর স্ত্রী আবেগি হয়ে করলেন ইনস্টা পোস্ট। যা ভাইরাল হয়ে গেল। 

Updated By: Dec 13, 2022, 01:34 PM IST
Jaydev Unadkat | IND vs BAN: ১২ বছর পর ভারতীয় দলে ফিরলেন স্বামী! চোখ ভেজাল গর্বিত স্ত্রীর আবেগি পোস্ট
জয়দেবের জন্য গর্বিত তাঁর স্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামিকাল অর্থাৎ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ (IND vs BAN 1st Test) প্রথম টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ জিতেই দুই ম্যাচের টেস্ট খেলতে নামছে। চোটের জন্য এই টেস্টে দলের বাইরে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে নেতৃত্বে কেএল রাহুল(KL Rahul)। গত রবিবার জাতীয় সিনিয়র দলের নির্বাচকরা এই টেস্টের জন্য দল ঘোষণা করে দিয়েছেন। ফাস্টবোলার মহম্মদ শামি (Mohammed Shami) ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চোট সারিয়ে পুরোপুরি সেরে ওঠেনি এখনও। শামিকে কাঁধ ও জাদেজাকে হাঁটু ভোগাচ্ছে। ফলে শামি-জাদেজা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁদের পরিবর্তে নবদীপ সাইনি ও সৌরভ কুমার এসেছেন। এর পাশাপাশি জোরে বোলার জয়দেব উনাদকাটকেও (Jaydev Unadkat) দলে নেওয়া হয়েছে। 

সৌরাষ্ট্রের জয়দেব ভারতের ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত পরিচিত মুখ। আইপিএলেও রেখেছেন ছাপ। কিন্তু ৩১ বছরের বাঁ-হাতি বোলার কেরিয়ারে একটি মাত্রই টেস্ট খেলেছেন। ২০১০ সালের ডিসেম্বর ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়দেব সেঞ্চুরিয়নে মাঠে নেমেছিলেন। ১২ বছর পর ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন তিনি। জয়দেব টেস্ট টিমের জার্সি ও জ্যাকেট হাতে পেয়ে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। তাঁর চোখে-মুখে ফুটে ওঠে শিশুর মতো উচ্ছ্বাস। জয়দেবকে ফের জাতীয় দলে দেখে গর্বে বুক ভরে যাচ্ছে তাঁর স্ত্রী রিনি কান্তারিয়ার। সোশ্যাল মিডিয়ায় জয়দেবের একাধিক ছবি পোস্ট করেছেন রিনি। ক্যাপশন দিয়েছেন 'দ্যাট প্রাউড মোমেন্ট',বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'সেই গর্বের মুহূর্ত'। এর সঙ্গেই রিনি অত্যন্ত খুশি হওয়ার অনুভূতি বোঝাতে দু'টি ইমোজিও জুড়ে দিয়েছেন। রিনিকে কিন্তু খেলার মাঠেও জয়দেবের সমর্থনে গ্যালারিতে পাওয়া যায়।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rinny (@ryniee)

আরও পড়ুন: KL Rahul | Rohit Sharma: রবির সন্ধ্যায় ভারতীয় ক্রিকেটে বিরাট খবর, রোহিতের বদলে টেস্ট ক্যাপ্টেন রাহুল!

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট দল: কেএল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋভষ পন্থ, কেএল ভারত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।

.