শুরুতে হতাশ করলেন ভারতীয় শুটার জিতু রাই

ওয়েব ডেস্ক: তাঁকে নিয়ে রিও অলিম্পিকে ভারতের অনেক আশা ছিল। কিন্তু উঠতি প্রতিভা জিতু রাই সম্ভাবত চাপ নিতে পারলেন না অলিম্পিকের মতো মেগা ইভেন্টের শুরুতেই! তিরে এসে তরি ডুবল ভারতীয় শুটার জিতু রাইয়ের। দশ মিটার এয়ার রাইফেল বিভাগে ফাইনাল রাউন্ডে হেরে ছিটকে গেলেন সেনাবাহিনীর এই শুটার। মাত্র আটাত্তর দশমিক সাত পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে শেষ করলেন জিতু।

Updated By: Aug 7, 2016, 05:28 PM IST
 শুরুতে হতাশ করলেন ভারতীয় শুটার জিতু রাই

ওয়েব ডেস্ক: ওয়েব ডেস্ক: তাঁকে নিয়ে রিও অলিম্পিকে ভারতের অনেক আশা ছিল। কিন্তু উঠতি প্রতিভা জিতু রাই সম্ভাবত চাপ নিতে পারলেন না অলিম্পিকের মতো মেগা ইভেন্টের শুরুতেই! তিরে এসে তরি ডুবল ভারতীয় শুটার জিতু রাইয়ের। দশ মিটার এয়ার রাইফেল বিভাগে ফাইনাল রাউন্ডে হেরে ছিটকে গেলেন সেনাবাহিনীর এই শুটার। মাত্র আটাত্তর দশমিক সাত পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে শেষ করলেন জিতু।

আরও পড়ুন রিও অলিম্পিকে ভাল খবর নেই ভারতীয় টেনিসের জন্য!

ফাইনাল ইভেন্টের শুরুটাই খারাপভাবে করেন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী এই শুটার। তারপর আর কামব্যাক করতে পারেননি জিতু। অলিম্পিকে পদক জয়ের জন্য এবার জিতু তাকিয়ে পঞ্চাশ মিটার এয়ার পিস্টল বিভাগের দিকে। এই বিভাগের প্রতিযোগিতায় বেশি স্বচ্ছন্দ জিতু।

আরও পড়ুন  প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পরাজয় বার্সেলোনার

.