WATCH: লিভারপুলের জয়ে আত্মহারা, বিয়ের আংটি হারালেন সালাহদের মাস্টারমশাই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যানফিল্ডে লিভারপুল ৪-২ গোলে হারিয়েছে নিউক্যাসেলকে (Liverpool vs Newcastle)। সোমবার জোড়া গোল করে ফের একবার নজর কেড়েছেন মহম্মদ সালাহ (Mohamed Salah)। অপর দুই গোল এসেছে কার্টিস জোনস ও কোডি গাকপোর পা থেকে। ২০ ম্য়াচে ৪৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগের (EPL) শীর্ষে চলে গেল জুরগেন ক্লপের শিষ্য়রা (Jurgen Klopp)। ৪২ পয়েন্ট নিয়ে দুয়ে অ্য়াস্টন ভিলা। তিনে ম্যাঞ্চেস্টার সিটি (৪০ পয়েন্ট)। যদিও লিগ কে জিতবে, তা এখনই বলা সম্ভব নয়। কারণ দিল্লি বহু দূর। 

আরও পড়ুন: David Warner: 'অস্ট্রেলিয়া জুড়ে গোয়েন্দারা তল্লাশি চালাক,' মহার্ঘ জিনিস চুরি গেল ওয়ার্নারের

দলের সাফল্য়ে স্বভাবতই উচ্ছ্বসিত হয়েছেন ক্লপ। লিভারপুলের ম্য়ানেজার আত্মহারা হয়ে, মাঠেই নিউক্যাসেল বধের সেলিব্রেশনে মাতেন। আর এর ফাঁকেই তাঁর বিয়ের আংটি হারিয়ে যায়। ক্লপ বুঝতে পেরেই চমকে যান। হতচকিত হয়ে তিনি, মাঠের নিরাপত্তাকর্মীকে প্রথমে বলেন যে, খোঁজার জন্য়। তারপর তিনি বুঝতে পারেন যে, এত বড় মাঠে ছোট্ট ওই আংটি এভাবে খুঁজে পাওয়া যাবে না। তিনি সম্প্রচাকারী চ্যানেলের চিত্রগ্রাহককে বলেন, ক্য়ামেরার সাহায্যে যদি খুঁজে পাওয়া যায়। ক্য়ামেরার লেন্সেই ক্লপের আংটি ধরা পড়ে। ক্লপ মাঠ থেকে আংটি কুড়িয়ে নেন। এরপর ক্য়ামেরার লেন্সের সামনে গিয়ে আংটিতে চুমু আঁকেন। আংটি হারিয়ে ক্লপের আত্মহারা হওয়ার ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ম্য়াচের পর ক্লপ বলেন, 'বিরাট ধাক্কা খেয়েছিলাম। যাক ফিরে পাওয়া গিয়েছে।'

৫৬ বছরের জার্মানির প্রাক্তন ডিফেন্ডার ক্লপ। ৬ ফুট ২ ইঞ্চির ম্য়ানেজার বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলকে সাফল্যের মালায় মুড়িয়ে দিয়েছেন। অন্যতম সেরা কোচ হিসেবেই গণ্য় করা হয় ক্লপকে। তিনি এখনও পর্যন্ত দু'বার বিয়ের বন্ধনে জড়িয়েছেন। ক্লপের প্রথম স্ত্রীর নাম ছিল স্য়াবিন ক্লপ। ক্লপের বর্তমান স্ত্রীর নাম উলা স্য়ান্ডরক। 

আরও পড়ুন: Erling Haaland: বছর শেষে বিরল সম্মান গোলমেশিনের, যা রোনাল্ডো কখনও জেতেননি!

 

 
Loaded2.45%
 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
Jurgen Klopp loses wedding ring while celebrating Liverpool win over Newcastle
News Source: 
Home Title: 

লিভারপুলের জয়ে আত্মহারা, বিয়ের আংটি হারালেন সালাহদের মাস্টারমশাই!

WATCH: লিভারপুলের জয়ে আত্মহারা, বিয়ের আংটি হারালেন সালাহদের মাস্টারমশাই!
Caption: 
আংটি হারিয়ে আবার খুঁজেও পেলেন ক্লপ
Yes
Is Blog?: 
No
Section: