টিম গেমকেই অস্ত্র করে জিততে চাইছেন করিম বেঞ্চিরিফা
ভারতীয় ফুটবলে ধূর্ত কোচ হিসেবে পরিচিত তিনি। ভারতের ক্লাব ফুটবলে সব টুর্নামেন্টই জিতে নেওয়া করিম ইস্টবেঙ্গল ম্যাচের আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জানিয়ে দিলেন কুছ পরোয়া নেহি। রোকাস লামারে,রাহুলকুমার ও ইসফাক নেই। দলের তিন গুরুত্বপূর্ন ফুটবলার না থাকলেও সেই বিষয়কে আমল না দিয়ে নিজের টিম গেমকেই অস্ত্র করে জিততে চাইছেন করিম বেঞ্চিরিফা।
ভারতীয় ফুটবলে ধূর্ত কোচ হিসেবে পরিচিত তিনি। ভারতের ক্লাব ফুটবলে সব টুর্নামেন্টই জিতে নেওয়া করিম ইস্টবেঙ্গল ম্যাচের আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জানিয়ে দিলেন কুছ পরোয়া নেহি। রোকাস লামারে,রাহুলকুমার ও ইসফাক নেই। দলের তিন গুরুত্বপূর্ন ফুটবলার না থাকলেও সেই বিষয়কে আমল না দিয়ে নিজের টিম গেমকেই অস্ত্র করে জিততে চাইছেন করিম বেঞ্চিরিফা।
কোচিং কেরিয়রে এই প্রথমবার শাস্তির জন্য ডাগ আউটে জায়গা হচ্ছেনা করিমের। লজ্জিত করিম চিন্তিত ম্যাচের গতি অনুযায়ী স্ট্র্যাটেজি বদল করতে না পারার জন্য।