জয় হাতছাড়া হওয়ায় হতাশ করিম
টোলগের গোলে তিন পয়েন্টের স্বপ্ন প্রায় ছোঁ মেরে কেড়ে নিল রন্টির গোল। নির্বাসন থেকে মুক্তির পর তাই মোহনবাগানের আই লিগে তিন ম্যাচে দাঁড়াল দুই পয়েন্ট। পারফরম্যান্সের মোড় ঘোরানোর জন্য নতুন চুক্তিবদ্ধ দুই ফুটবলার সুশান্ত ম্যাথু ও কুইন্টন জ্যাকবসকে নামানো থেকেও বিরত হননি কোচ করিম। কিন্তু জয় অধরাই থেকে গিয়েছে। করিম কিন্তু জয় হাতছাড়া হওয়া ম্যাচ থেকে ইতিবাচক দিকই খুঁজছেন। আর মোহনবাগান কোচের কাছে ইতিবাচক দিক একটাই,জড়তা কাটিয়ে দল আবার প্রতিযোগিতার মানসিকতায় ফিরে আসছে।
টোলগের গোলে তিন পয়েন্টের স্বপ্ন প্রায় ছোঁ মেরে কেড়ে নিল রন্টির গোল। নির্বাসন থেকে মুক্তির পর তাই মোহনবাগানের আই লিগে তিন ম্যাচে দাঁড়াল দুই পয়েন্ট। পারফরম্যান্সের মোড় ঘোরানোর জন্য নতুন চুক্তিবদ্ধ দুই ফুটবলার সুশান্ত ম্যাথু ও কুইন্টন জ্যাকবসকে নামানো থেকেও বিরত হননি কোচ করিম। কিন্তু জয় অধরাই থেকে গিয়েছে। করিম কিন্তু জয় হাতছাড়া হওয়া ম্যাচ থেকে ইতিবাচক দিকই খুঁজছেন। আর মোহনবাগান কোচের কাছে ইতিবাচক দিক একটাই,জড়তা কাটিয়ে দল আবার প্রতিযোগিতার মানসিকতায় ফিরে আসছে।
এগিয়ে থেকেও শেষপর্যন্ত ড্র। দুই পয়েন্ট হাতছাড়া হওয়ায় আফশোস কিছুতেই কাটছে না করিম বেঞ্চারিফার। আই লিগে সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম গোল করার পরও টোলগেকে হতাশ লাগল। খেলা শেষে স্টেডিয়াম ছাড়ার পর টোলগে বললেন, জয় হাতছাড়া হওয়ায় খারাপ লাগছে। তবে অবনমন সংক্রান্ত প্রশ্ন শুনেই অসি গোলমেশিন হাত নেড়ে সমর্থকদের আশ্বাস দিলেন।