নিজের পারফরম্যান্সে খুশি কার্তিকেয়ন
ইন্ডিয়ান গ্রাঁ পি-তে সতরো নম্বরে শেষ করলেও,নিজের পারফরম্যান্সে খুশি ভারতের চ্যাম্পিয়ন ড্রাইভার নারায়ণ কার্তিকেয়ন। শেষ করতে পেরেই সন্তুষ্ট তিনি। ভারতের মাটিতে প্রথম ফর্মুলা ওয়ান রেস।সেই রেসে একমাত্র ভারতীয় ড্রাইভার ছিলেন নারায়ণ কার্তিকেয়ন।
ইন্ডিয়ান গ্রাঁ পি-তে সতরো নম্বরে শেষ করলেও,নিজের পারফরম্যান্সে খুশি ভারতের চ্যাম্পিয়ন ড্রাইভার নারায়ণ কার্তিকেয়ন। শেষ করতে পেরেই সন্তুষ্ট তিনি। ভারতের মাটিতে প্রথম ফর্মুলা ওয়ান রেস।সেই রেসে একমাত্র ভারতীয় ড্রাইভার ছিলেন নারায়ণ কার্তিকেয়ন। একুশ নম্বরে থেকে রেস শুরু করলেও,শেষপর্ষন্ত সতেরো নম্বরে রেস শেষ করেন ভারতের এই চ্যাম্পিয়ন ড্রাইভার। গতির লড়াইয়ে টেক্কা দেন হিসপানিয়া রেসিং দলে তাঁর সতীর্থ ড্যানিয়েলকে। শুমাখার -ভেটেলদের সঙ্গে রেসে নেমে কার্তিকেয়নের লক্ষ্য ছিল সম্মানজনকভাবে রেস শেষ করা। তা করতে পেরে খুশি নারায়ন। দিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে বিতর্কের ঝড় উঠলেও,প্রথম আর্বিভাবেই রেসিং দুনিয়াকে চমকে দিয়েছে ইন্ডিয়ান গ্রাঁ পি। ভারতীয় ড্রাইভার হিসাবে কার্তিকেয়নও আপ্লুত ইন্ডিয়ান গ্রাঁ পি-র ব্যবস্থাপনা দেখে।