টেনিস বিশ্বে জোকার রাজ ফিরল

অ্যান্ডি মারের চাপে কোণঠাসা হয়ে টেনিস বিশ্বে কিছুটা হারিয়ে গিয়েছিলেন আদরের জোকার (নোভাক জকোভিচকে আদর করে এই নামেই ডাকা হয়)। সেই জকোভিচই ফের ফিরে এলেন চায়না ওপেনের ফাইনালে জিতে। ফাইনালে সঙ্গাকে ৭-৬, ৬-২ হারালেন জকোভিচ।

Updated By: Oct 7, 2012, 05:21 PM IST

অ্যান্ডি মারের চাপে কোণঠাসা হয়ে টেনিস বিশ্বে কিছুটা হারিয়ে গিয়েছিলেন আদরের জোকার (নোভাক জকোভিচকে আদর করে এই নামেই ডাকা হয়)। সেই জকোভিচই ফের ফিরে এলেন চায়না ওপেনের ফাইনালে জিতে। ফাইনালে সঙ্গাকে ৭-৬, ৬-২ হারালেন জকোভিচ। যেভাবে সঙ্গাকে হারালেন তাতে সেই পুরনো জকোভিচকে মনে করিয় দিচ্ছিল। সেই পুরনো জকোভিচই তো ফেডেরার, নাদালের সাম্রাজ্য ভেঙে দিয়েছিলেন। আগামী মাসে লল্ডনে ওয়ার্ল্ড ট্যুর টেনিসের আগে জকোভিচের এই জয় মারে, ফেডেরারকে চিন্তায় রাখবে।
এদিকে, জাপানে প্রায় বিপ্লব ঘটিয়ে দিলেন কেই নিশিকোরি। জাপানের এই তারকা টেনিস খেলোয়াড় দেশের প্রথম খেলোয়াড় হিসাবে জাপান ওপেনে চ্যাম্পিয়ন হলেন। নিশিকোরি ৭-৬, ৩-৬, ৬-০ হারালেন মিলোস রাওনিচকে।

.