দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল কিনবেন কিং খান
আরও বড় হচ্ছে শাহরুখের 'ক্রিকেট সংসার'। দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল কিনতে চলেছে শাহরুখের ফ্রেঞ্চাইজি। ক্রিকবাজ ডট কমের খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ফ্রেঞ্চাইজির মালিকানা নিজেদের হাতে নিতে চলেছে টিম শাহরুখরা।
ওয়েব ডেস্ক: আরও বড় হচ্ছে শাহরুখের 'ক্রিকেট সংসার'। দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল কিনতে চলেছে শাহরুখের ফ্রেঞ্চাইজি। ক্রিকবাজ ডট কমের খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ফ্রেঞ্চাইজির মালিকানা নিজেদের হাতে নিতে চলেছে টিম শাহরুখরা।
শুরুটা হয়েছিল আজ থেকে দশ বছর আগে, যখন প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করেন লোলিত মোদী। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের দল কিনেছিলেন শাহরুখ খান। এরপর ক্যারিবিয়ান লিগে 'ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো'র দল কিনেছে শাহরুখের ফ্রেঞ্চাইজি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের ক্রিকেট দল।
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স ছাড়াও দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল কিনতে চলেছে দিল্লি ডেয়াডেভিলসের ফ্রেঞ্চাইজি। সম্ভবত জোহেনেসবার্গের দলই কিনবে দিল্লি ডেয়ারডেভিলসের কর্ণধার।