কেকেআর-এ 'দেবদাস' ক্রিস লিন আর 'রইস' হলেন ইউসুফ পাঠান

করব। লড়ব। জিতব। একটানা এক দশক, এটাই ছিল কলকাতা, এটাই আছে কলকাতা।  দু দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের খোলনলচে বদলেছে বারে বারে, তবে এক থেকেছেন 'খান দাদা'। বদলেছে কোচ, বদলেছে ক্যাপ্টেন, বদলেছে জার্সি, কেবল বদলাননি কিং খান। দশ বছর আগে যেমন ছিলেন এখনও তাই আছেন। কেকেআর-এর দশ বছর পূর্তিতে এক ঘরোয়া অনুষ্ঠানে শাহরুখ ক্যামেরা বন্দি হলেন স্বমেজাজে এবং স্বমহিমায়। সঞ্চালকের প্রশ্নে শাহরুখ ব্যাট করলেন বাপি বাড়ি যা স্টাইলেই। দলের মধ্যে থেকে 'দেবদাস' বাছতে হলে কাকে পছন্দ করেবেন? কিং খানের উত্তর, ক্রিস লিন। দ্বিতীয় প্রশ্ন, কেকেআর-এ রাহুল কে? 'বাজিগর' বেছে নিলেন তরুণ ক্রিকেটার মনীশ পাণ্ডেকে। তৃতীয় প্রশ্ন, দলে 'রইস' কে? হাসতে হাসতে শাহরুখ খানের উত্তর, কেকেআর-এ 'রইস' একমাত্র ইউসুফ ভাই (ইউসুফ পাঠান)। দেখে নিন সেই অনুশঠানের নজরকাড়া কিছু মুহূর্ত- 

Updated By: May 17, 2017, 03:02 PM IST
কেকেআর-এ 'দেবদাস' ক্রিস লিন আর 'রইস' হলেন ইউসুফ পাঠান

ওয়েব ডেস্ক: করব। লড়ব। জিতব। একটানা এক দশক, এটাই ছিল কলকাতা, এটাই আছে কলকাতা।  দু দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের খোলনলচে বদলেছে বারে বারে, তবে এক থেকেছেন 'খান দাদা'। বদলেছে কোচ, বদলেছে ক্যাপ্টেন, বদলেছে জার্সি, কেবল বদলাননি কিং খান। দশ বছর আগে যেমন ছিলেন এখনও তাই আছেন। কেকেআর-এর দশ বছর পূর্তিতে এক ঘরোয়া অনুষ্ঠানে শাহরুখ ক্যামেরা বন্দি হলেন স্বমেজাজে এবং স্বমহিমায়। সঞ্চালকের প্রশ্নে শাহরুখ ব্যাট করলেন বাপি বাড়ি যা স্টাইলেই। দলের মধ্যে থেকে 'দেবদাস' বাছতে হলে কাকে পছন্দ করেবেন? কিং খানের উত্তর, ক্রিস লিন। দ্বিতীয় প্রশ্ন, কেকেআর-এ রাহুল কে? 'বাজিগর' বেছে নিলেন তরুণ ক্রিকেটার মনীশ পাণ্ডেকে। তৃতীয় প্রশ্ন, দলে 'রইস' কে? হাসতে হাসতে শাহরুখ খানের উত্তর, কেকেআর-এ 'রইস' একমাত্র ইউসুফ ভাই (ইউসুফ পাঠান)। দেখে নিন সেই অনুশঠানের নজরকাড়া কিছু মুহূর্ত- 

 

.