EPL চ্যাম্পিয়ন লিভারপুল; নজির গড়লেন য়ুর্গেন ক্লপ
২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর কোচ হিসাবে পর পর দু বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন দলকে।
নিজস্ব প্রতিবেদন: লিভারপুল ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই নয়া নজির গড়লেন য়ুর্গেন ক্লপ। প্রথম জার্মান কোচ হিসাবে ইপিএল জিতলেন বোরুশিয়া ডর্টমুন্ডের প্রাক্তন কোচ। লিভারপুলের ইংলিশ লিগ খেতাব জেতার জন্য সালাহ,মানেদের সঙ্গে ক্লপের অবদানও নিঃসন্দেহে অনস্বীকার্য।
WE’RE PREMIER LEAGUE CHAMPIONS!! pic.twitter.com/qX7Duxoslm
— Liverpool FC (Premier League Champions ) (@LFC) June 25, 2020
২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর কোচ হিসাবে পর পর দু বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন দলকে। ২০১৯ সালে জিতেছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ক্লপের কোচিংয়ে উয়েফা সুপার কাপও জিতেছে লিভারপুল। গত বছর জিতেছিলেন ফিফা ক্লাব বিশ্বকাপও। এবার ইপিএল জিতে বৃত্ত সম্পূর্ণ করলেন জার্মান ক্লপ।
The Premier League-winning BOSS pic.twitter.com/NfcHuP4x5O
— Premier League (@premierleague) June 25, 2020
৫৩ বছর বয়সী ক্লপই প্রথম জার্মান কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের নজির গড়লেন। এর আগে ২৮ জন ব্রিটিশ কোচ না হলেও ইপিএল জিতেছেন কিন্তু সেই তালিকায় ছিলেন না কোনও জার্মান। এবার ক্লপ নিজের নাম জুড়ে দিলেন বিশ্বের জনপ্রিয় লিগ জয়ের সঙ্গে।
আরও পড়ুন- তিন দশকের অপেক্ষার অবসান, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল